আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার রিয়েলিটি শো এবং আমাদের নিচু মন মানসিকতা

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। ইদানীং কলকাতার রিয়েলিটি শো গুলোতে বাংলাদেশিরা ব্যাপকহারে অংশ নিচ্ছে। আমাদের দেশেও একই মানের অনুষ্ঠান হলেও আমাদের কলকাতার দাদা দিদিরা এইসব অনুষ্ঠানের প্রতি তেমন একটা আগ্রহী নন। অনেকেই হয়তো দ্বিমত করে বাংলাভাষার ধোঁয়া তুলতে পারেন।

কিন্তু আমাদের দেশের চ্যানেলগুলো কলকাতায় দেখানো হয়না সেটা আপনারা সবাই জানেন। আমাদের মনমানসিকতায় আমরা এখনও পিছনে পরে আছি। আমাদের অনেকেই ব্যাপারটা ভুলে যান যে কলকাতা একটি প্রদেশ, আর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। যারা এসব প্রতিযোগিতায় অংশ নেন তারা নিজেদের ধন্য মনে করেন। আপনি তাই আপনি নিজেকে যা ভাবেন।

আপনি যদি বলেন যে আপনার একটা সুযোগ প্রয়োজন , অবশ্যই বাংলাদেশে এ ধরনের সুযোগ রয়েছে। আপনি যদি ইন্ডিয়া'র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন তাহলে আমরা আপনাকে বরণ করে নেব। কিন্তু একটা প্রদেশ আর একটা দেশের মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির ধারক বাংলাদেশ। ভাষা এক হলেই সবকিছু এক হয়ে যায়না।

আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখবো এটাই আমাদের কাম্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।