আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কি ভুলিয়ে দিবে কষ্ট মাখা মুখ....



ভেবে পাই এমন বিষয়হীন আবোল-তাবোল পোস্টের মানে কি? হুদাই লিখে যাচ্ছি , কোন মনে তো হয়না । কেউ হয়তো পড়ে বেশীরভাগই পড়েনা । আর পড়বেই বা কেন? পড়ার কি কিছু থাকে ?? শুধু তুমি পড়বে তাই তো লিখি অথচ তুমিএ পড়না । জানি পড়বেনা। এই যন্ত্র চালিত যন্ত্রণা তোমার ভালো লাগেনা , তাও এমন খোলামেলা জায়গায় তুমি বসে পড়তে পারোনা ।

যেখানে নিজস্বতা নেই , একা করে অনুভবের উপায় সেখানে তুমি থাকবে কি করে !! তারপর লিখি , লিখি কেননা তোমাকে যে আর লেখা হবে । আমাদের যেদিন গ্যাছে তা তো একেবারেই গ্যাছে । তাই আকাশের ঠিকানাই কি নিরাপদ নয় ! জানি হয়তো আবার জানিনা ! আমাদের সম্ভবনা গুলো কিভাবে যে সম্ভব না হয়ে গেল সে তুমি হয়তো জানবে আবার তুমি ভাবছ আমি জানাব । কিংবা আমরা হয়তো কেউই জানি না । আচ্ছা মানুষ জানে কতটুকু ? একজীবনে মানুষ তার নিজেকে কতটুকু জানে!!! তুমি আজও জানও তুমি কি চাও ?? আমি কিংবা আমাদের সেই স্বপ্নহীন যৌথখামার!! কেউ জানেনা ।

যে জীবন দোয়েলের কোকিলের মানুষের সাথে কি তার হয় দেখা হয় !?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.