আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিলিপি : এলোমেলো সব ভাবনা ভুলিয়ে দিয়ে যাক না

আমার ঘুম না আসা রাতে তোমার ছায়া খেলা করে অন্য ছায়ার সাথে চোখ দিয়ে পানি পড়ে গাল ভিজিয়ে দিয়ে যাচ্ছে । অকারণেই এই কান্না,কারণ থাকতেও পারে যার মুখোমুখি হওয়ার সাহসটুকু নেই আমার । আজ অনেকদিন পর মনে হচ্ছে কাউকে চাইলে বাঁচাতে পারতাম আমি । আমি এতটা এলোমেলো হলাম কেন?আমি এত আবেগী হলাম কেন? আমি সব সহ্য করতে পারি কিন্তু অবহেলা সইতে পারিনা অথচ কেউ আমাকে অবহেলাও করেনি আজ । চোখ দিয়ে টপটপ পানি পড়ছে,এমন কাউকে দরকার ছিল যে কিনা থাপ্পড় মেরে কান্না থামিয়ে দিবে ।

এইতো প্রায় একমাস আগে, বলছিলাম যে কোন একসিডেন্ট হলে নিম্নস্তরের একটা পেশা বেছে নেব । সাথে সাথে ঠাশ করে এক থাপ্পড়... পাশেও ওড়নাটা ইচ্ছে করছে ঝুলে পড়ি অর্থহীন বেঁচে থাকা ভালো লাগেনা আর আমার । আজ রাত্রিলিপির প্রতিটা কথাই থাপ্পড় খাওয়ার মত । আমার খুব ইচ্ছে করে কারো হাত ধরে বসে থাকি,যেনো আমার রক্তহীন শরীরের ঠাণ্ডা হাতটা সে উষ্ণ করে দেয় । রিকশায় ঘুরে বেড়াবো দুজনে পপকর্ণ খেতে খেতে ।

ইচ্ছেমত মারামারি গালিগালাজ করবো,দেখলে যেন কেউ ভাবতেই না পারে আমরা দুজন দুজনের স্যোলমেট,আমি ওর প্রতি অসম্ভব ভালবাসা অনুভব করবো,ও করবে । ভালবাসবো... সমুদ্রের ঢেউয়ের মত কান্না আসছে,আজকে উল্টাপাল্টা একটা রাত্রিলিপি লিখলাম । এই গানটা শুনছি গত কয়েকদিন ধরে,Iron and Wine এর গান Flightless Bird. I was a quick wet boy, diving too0deep for coins All of your straight blind eyes wide on my plastic toys Then when the cops closed the fair, I cut my long baby hair Stole me a dog-eared map and called for you everywhere Have I found you? Flightless bird, jealous, weeping or lost you, american mouth Big pill looming... Now I'm a fat house cat Nursing my sore blunt tongue Watching the warm poison rats curl through the wide fence cracks Pissing on magazine photos Those fishing lures thrown in the cold And clean blood of Christ mountain stream Have I found you? Flightless bird, grounded, bleeding or lost you, american mouth Big pill stuck going down... গানের লিঙ্ক : http:// pds16.egloos.com /pds/200909/15/ 52/ 12-flightless-bi rd-american-mou th.mp3 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।