আমাদের কথা খুঁজে নিন

   

ভুতের আলো

মহল্লায় ঘুরি, মহল্লায় ফিরি

ভুতের আলো একটা অস্বাভাবিক ফেনোম্যানা যা সারা বিশ্বের নিদির্ষ্ট কতকগুলো এলাকায় দেখা যায়। এমন সব জায়গায় এই আলো দেখা যায় যা আপাত দৃষ্টিতে দেখার কথা নয়। সুনিদির্ষ্ট ও সঠিক তথ্য-প্রমান না থাকায় এই ভুতের আলোকে প্যারানরমাল বলা হয়। (যে বিষয়গুলো আমরা প্রাকটিক্যালি দেখি অথচ তার একাধিক সম্বাভ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে - সেই সব বিষয়গুলোকে প্যারানরমাল বলা হয়, সূত্র: জার্নাল অব ফিলোসপি)। ভুতের আলো কেন হয়? বা কেনই দেখা যায় তার সঠিক কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

তবে কতকগুলো সম্বাভ্য কারন বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছে। সবচেয়ে গ্রহনযোগ্য যে কারন সেটা হল ফসফরাস। স্যুয়াম্প গ্যাস (এক প্রকার বায়োগ্যাস) যদিও বাতাসে আগুন জ্বালাতে (ইগনাইট) পারে না, কিন্তু পানির নিচে বা স্যাতশেতে মাটির নিচে এই গ্যাস ভেঙ্গে (ডিকে) ফসফিন গ্যাস তৈরি করতে পারে। এই ফসফিন গ্যাসই মিথেন গ্যাসের সাথে মিশে বাতাসের অক্সিজেনের সহায়তায় পুড়তে পারে। ফলে আমরা আগুন দেখি, পানির উপরে, বা এই রকম কোন জায়গায়।

এক এক দেশে এই আলো ভিন্ন ভিন্ন নামে পরিচিত। আষ্ট্রেলিয়ায় ---- মিনমিন লাইট ফিনল্যান্ড ------প্যাকেসলা ডেভিল নরওয়ে --------হেসড্যালেন লাইট কানাডা --------বে চ্যাইলর ফায়ারশিপ থাইল্যান্ড -----মিকং লাইট (নেখা লাইট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।