আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৫

কমিটি গঠনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় চারটি মোটরসাইকেল ও একটি বাড়ি ভাঙচুর করা হয়। উপজেলার শানেস্বর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। আহতদের ৮ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র জানায়, বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদার সমর্থিত সূর্যমণি ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়র ফারুক আহম্মেদ তালুকদার।

নতুন কমিটির নেতারা ওই ইউনিয়নের শানেস্বর গ্রামের মন্নান ডাক্তার বাড়ি ওয়ার্ড কমিটি গঠন করতে গেলে নিজেদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে উপজেলা বিএনপির দফতর সম্পাদক মো. কামরুজ্জামান বাচ্চু বলেন, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। গ্রাম্য সালিশ বৈঠক নিয়ে সংঘর্ষ হয়েছে। যেহেতু দুই দলই বিএনপি করে তাই অনেকে মনে করেছেন দলীয় কোন্দল।

তবে বাউফল থানার ওসি মনির হোসেন বলেন, দলের অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.