আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের ছেলে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

মায়ের ছেলে মায়ের কোলে, আর কী ফেরে বড় হলে? যে মা তারে তালপাখাতে, করতো বাতাস গরম কালে, সেই ছেলে আজ দিব্বি আছে, শীতের দেশে মাকে ভুলে। মা বোঝেনা শীত-বর্ষা, ছেলেই যে তার সব ভরষা; ফিরবে ছেলে বড় হয়ে, মিটবে মায়ের মনের আশা। মা শেখেনি লেখাপড়া, জানেনা সে কলম ধরা; ছেলেকে সে ডাক পাঠাবে, তাইতো সবে ধর্ণা ধরা। ছেলে যে তার নেয়না খবর, মায়ের মনে সয়না সবুর; বড় হলেই তাইতো বুঝি, কমতে থাকে মায়ের কদর। মা জানে তার ছেলে ভাল, এমন ছেলে হয়না কারো; ভিনদেশী সব ডাইনীগুলো, ধরলো কীনা বলতে পারো? মায়ের ছেলে কোল-হারা হয়, বড় হবার স্বপ্ন-আশায়; বড় হলে হয় কী মানুষ, দিন কাটে মা'র সেই ভাবনায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.