আমাদের কথা খুঁজে নিন

   

আকন্দ নিয়ন্ত্রন ক্লাব



জটিলতা বাড়তাছে। দ্রোহি ছাহেব এডভোকেট আকন্দের ইয়ুহু প্রোফাইলের লিংকাইলেন, ঐখানে একজন মোচআলা লোকের ছবি আছে, যাহার সাথে এডভোকেট আকন্দের প্রোফাইলের মোচঅলা লোকের বহুত মিল আছে। মন হয় ওনারা একই লোক। ধইরা লওয়া যায় আকন্দ ছাহেব তাইলে ভুয়া না। যদিও উনি সুপ্রিম কোর্টে আছেন কিনা এখনও প্রমান হয় নাই, তয় হোলেও হোতে পারে।

ওনারে একটা বেনেফিট অব ডাউট দিয়া ধইরা নিলাম এই লোকই সেই লোক এবং ঐ লোক আসলেই উকালতি করে কোর্টে। আগে ভাবছলাম আকন্দ চাচার জন্য একটা ফ্যান ক্লাব খুলুম অখন মনে হইতাছে দেরি হয়া গেছে। ফ্যানানোর সময় সুযোগ আর নাই, খুলতে হইব নিয়ন্ত্রন সমিতি। দেখা যাইতেছে উনি জাইত্যা পার্টির সমর্থক না, বরঞ্চ বিএম্পি জামাত ঘরের লুক। ওনার দাবি দাওয়ায়, ভারত বিরোধি কথা বার্তাু টুকটাক সত্য আছে।

কিন্তু উনি যেইভাবে সমাধান কর্তে চাইতাছে তাতে কাজ হইব না। ওনারে নিয়া এক্টা মিটিংগে বসা দরকার। সেরম হইলে আকন্দ নিয়ন্ত্রন ক্লাবের পক্ষ থাইকা একটা স্টিয়ারিং কমিটি কর্তে হইব, কেমতে এইসব দাবি আদায় করা যায়। ভুইলা গেলে চলবো না আকন্দ সাইব নিয়ন্ত্রন হারায়া উল্টা পাল্টা লিখতে থাকলে ধনে প্রানে আমরাই ধরা খাইমু। [পাদ টিকাঃ জনাব আকন্দ আপনে যদি আপনার মনোভাবটা এইখানে জানাইতেন খুব বাধিত হইতাম।

সবই আপনার উপকারের জইন্য করতেছি]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.