আমাদের কথা খুঁজে নিন

   

পারিবারিক নির্যাতন !



পুরুষতান্ত্রিক এই সমাজব্যবস্থায় নারী তার শিশুকাল থেকেই নির্যাতনের শিকার। এবং এর শুরুটা অনেক সময় পরিবার থেকেই হয়! পারিবারিক পর্যায়ে শারীরিক, মানসিক, অর্থনৈতিক কিংবা যৌন নির্যাতনের কথা নারী কাউকে বলতে পারে না, আলোচনা করতে পারে না, পারে না প্রতিরোধের জন্য কোন সাহসী ভুমিকা রাখতে! জাতীয়ভাবে নারী নির্যাতনের জন্য কিছু ব্যবস্থা নেয়া হলেও পারিবারিক নির্যাতন সমুহ প্রতিরোধের জন্য কেউ এগিয়ে আসছে না! বিষয়টি সত্যি ভাবার মত। বংশের প্রদীপ জ্বালানোর জন্য যদি দুটি কন্যা সন্তান থাকে, নারীকে পুত্র সন্তান জন্মদানের জন্য বার বার সন্তান নিতে বাধ্য করা হয় ! দুর্ভাগ্যক্রমে সেই সন্তানগুলো যদি আবার কন্যা হয় তাহলে মা সহ সেই কন্যা সন্তানের উপর নেমে আসে নানা নির্যাতন এমন কি মেরেও ফেলা হয়! খাওয়া থেকে শুরু করে প্রতিটি বিষয়-এ ভাই- বোনের মধ্যে বৈষম্য সৃষ্টি করে দেয়া হয় এই পরিবার থেকেই! বেকার ছেলেকে বসিয়ে সারাজীবন খাওয়ানো যায় কিন্তু একটা বেকার মেয়েকে বা বিবাহযোগ্য মেয়েকে ( যার বিয়ে হয়নি বা হচ্ছে না) কথা শোনাতে কেউ ছাড়ে না, পারে না সেই বেকার ছেলেটার মত অসহায় বেকার মেয়েটার পাশে দাঁড়াতে ! যে ছেলেটার বিয়ে হয়নি সে পরিবারে থাকতে পারে কিন্তু যে মেয়েটার বিয়ে হয়নি বা হচ্ছে না সে পরিবারের কাছে বোঝা হয়ে যায়! সংসারকে টিকিয়ে রাখার জন্য একজন নারী পুরুষের বহু নির্যাতন সহ্য করে! চাকরি করেও একজন নারী তার ইচ্ছেমত খরচ করতে পারে না! পরিবারের মধ্যে ঘটে যাওয়া নারীর উপর এইসব নির্যাতন এর প্রতিকার হওয়া দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.