আমাদের কথা খুঁজে নিন

   

আফটার দ্যা লাষ্ট স্কাই।। এডওয়ার্ড সাঈদ



এডওয়ার্ড সাঈদের পর আসলে আমাদের চিন্তার জগত অন্য একটা রাস্তা খুঁজে পেয়েছে। নিজেদের শিকড়কে খুঁজে পাওয়ার এবং চিনে নেবার পথ সেটা। পশ্চিম এতদিন যা করেছে সব তাদের প্রয়োজনে। এ ইটি সাঈদের তীব্র রাজনৈতিক সচেতনতার ফসল। ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে যেমন তার চমৎকার বিশ্লেষণ অন্যদিকে ফিলিস্তিনের ওপর বিশ্বখ্যাত ফটোগ্রাফার জঁ মোরের গুরুত্বপুর্ণর্ কিছু ছবি মিলে দুদর্ান্ত একটি ই।

ছবিগুলো সুদ্দু একসাথে বইটা যেন এই সময়ের দলিল। এই ইতে সাঈদ খুঁজে দেখেছেন একজন ফিলিস্তিনি হবার অর্থ কি? মুসলমান বিশ্বের লোক হওয়াতে একজন মানুষকে কি কি পরিস্থিতি মোকালিা করতে হয়। পশ্চিমে এমন একটিও দিন থাকেনা যেদিন আরব বিশ্বের মানুষেরা সংবাদের শিরোনামে থাকেনা। কিন্তু প্রচার মাধ্যম তাদের যে ইমেজ সৃষ্টি করেছে সাঈদ দেখান তা খুনী সন্থ্রাসী ও অপহরণ কারীর। বইটি আরো একবার নিজেদের নিয়ে ভাবতে শেখায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.