আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশ বিদেশ

এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড।

বিদেশ বিদেশ করছো যারা বলছি তাদের শোনো, আমরা থাকি বিদেশ-বিভঁূই, স্বর্গ সে নয় কোনো। আমার দেশের আকাশ বাতাস আমার দেশের পানি, বেজায় ধূলো, অস্বাসহ্যকর, জানি আমি জানি। রাস্তা ঘাটে চোর ছ্যাচ্চড়, সবাই ভীষণ rude ডেটিং করার নাই যে সেটিং , অফ হয়ে যায় মুড! ট্র্যাফিক জ্যাম আর কালো ধোঁয়া, বেজায় রকম গরম, মিছিল মিটিং পিক পকেটিং, অসহ্যকর চরম! তারপরেতেও বলবো আমি আমার দেশই সেরা, নিজের দেশে সিংহ আমি, পরের দেশে ভেড়া! নিজের দেশের খাবার-দাবার, মায়ের ভালোবাসা, আরো বেশি মিস করি ভাই নিজের মায়ের ভাষা। কবে যাব নিজের দেশে? পিঠা-পুলি খাবো? নিজের দেশেই সুখে আেেছা, কেন বিদেশ ভাবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।