আমাদের কথা খুঁজে নিন

   

নবাব যখন চাকর...আনোয়ার হোসেন



নবাব সিরাজুদৌলা চরিত্রে অভিনেতা আনোয়ার হোসেনকে দেখেছি। এর বাইরে বহুমুখি চরিত্রেও তাকে দেখেছি। তবে, পরবর্তীতে বেশির ভাগ ছবিতেই আনোয়ার হোসেন ছিলেন হয় হতদরিদ্র বাবা নইলে গরিব বড় ভাই। পেশায় বেতন না পাওয়া কেরানি। ফলে, তার বোন কিম্বা মেয়ে প্রেমে পড়ত ধনীর ছেলের সঙ্গে।

তারপর, কাহিনীর এক বাঁকে তিনি হাজির হতেন মেয়ে বা বোনের ধনী প্রেমিকের বাসায়। তখন ছেলের বাবার সঙ্গে তার টক্কর লাগত। অপমানিত হবার চরিত্রই তিনি বেশি পেয়েছেন। চাকর চরিত্রও করেছেন, দেখেছি। মেয়ের বাবাকে তখন আনোয়ার হোসেন পরাজিত মানুষের মতো বলতেন, 'চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আমাদের ধনদৌলত না থাকতে পারে, কিন্তু আমাদেরও মন আছে, মানসম্মান আছে।

আজ যে অপমান করে আমাকে (ও আমার মেয়েকে/বোনকে) আপনি তাড়িয়ে দিলেন, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাই, আপনার এই প্রাচুর্যের অহঙ্কার একদিন ভাঙবে। ...আয় মা আয়...' বলে মেয়েকে বা 'আয় শিউলি আয়' বলে বোনকে নিয়ে চৌধুরী সাহেবের বাড়ি থেকে বের হয়ে যেতেন আনোয়ার হোসেন। নবাব ক্যারেক্টারটা এত দর্শকনন্দিত, শেষটা চাকর, কেরানি, অলওয়েজ হতদরিদ্র। কেন? জানি না।

আমি তো এই দেখেছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.