আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যযুগীয় বর্বরতা বন্ধ হোক

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

অনেকদিন পর ব্লগে এসছিলাম। শরীর একটু খারাপ। মনে একটা কবিতা গুন গুন করছিলাম ভাবছিলাম লিখে ফেলব। কিন্তু ব্লগে ঢুকবার পর ইচ্ছে কর্পূরের মত উবে গেল। আমাদের শিষ্টাচার, ধর্মবোধ, এবং সহনশীলতা তো গেছেই।

এবার মানবিকবোধটুকু ও। আমরা ঢাকাবাসী নামে এক সংগঠন চিৎকার করে যাচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার জন্য। সেই আন্দোলনের সূত্র ধরে কাদিয়ানীদের কম কষ্ট দিচ্ছে না, এই দেশের মানুষ। এখন ব্লগেও এই কালচার শুরু হল। কাদিয়ানীদের নিষিদ্ধ করে জান্নাতুল ফেরদৌস ভোগের স্বপ্নে লালায়িত অসভ্যদের প্রচারণা।

এই নিয়ে আগেও অনেক বাকবিতন্ডা হয়েছে। তাই নতুন করে অন্তত এই বিষয়টা বলবার দরকার নেই যে, সৃষ্টিকর্তায় যে বিশ্বাস করে, সে সৃষ্টিকর্তার সীমানায় হাত দিতে যাওয়া বোধ করি সৃষ্টিকর্তায় বিশ্বাসের পরিপন্থী। অসভ্য, অশালীন, মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। । আজ মাংস রন্ধন নয় মাংস দহনের ঘ্রাণ আমাদের ভালো লাগে কুপি জ্বেলে অন্ধকার দূর হয় না অন্ধকারের অবস্থান স্পষ্ট হয় আমার কুপি আজ জ্বালাই এই অসভ্য বর্বর অন্ধকারের প্রতিবাদে।

। * বিনয় মজুমদারকে কে স্মরণ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.