আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখছি নিজেও বুঝতেছিনা, বুঝাইয়া দেন না

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

চাইয়া রইছে কুকুর মেকুর মরা মাছের কাটার ঢেকুর উঠছে বেয়ে পাচক গুহা শিকলের মধ্যি কাচা কাচা লোহা। গাবের আঠা ঘুড়ির সূতোয় প্যাচ খেলেছে গরুর গুতোয় কাটছে ঘুড়ি নদীর পানি নদীর মধ্যি আইল দেখ -অনেকখানি। সাদা মেঘে খাইছে আছাড় কোদাল ছিল খাঁটি কাসার খাইলো কোপ মেঘের মাটি মাটির মধ্যি পোকামাকড়ের বসতবাটি। গাছে বইছে কালা কোকিল শিয়াল হইছে বনের উকিল খাদক শ্রেণীর হবে বিচার বন মধ্যি জোর যার মুল্লুক সদাই তার। ২২/১/০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।