আমাদের কথা খুঁজে নিন

   

"ঠুনকো" নাম নেয়ার ইতিহাস !!!!

আজিরা পেঁচাল....

এই বলগ পরিবারের যারা আমার এমএসএন মেসেনজারে আছেন, তারা যদি কোন দিন আমার এমএসএন লাইভ স্পেসে গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সেখানে আমার কিছু ছবি দেখেছেন। যার কোন কোন টায় আমার সংগে একটা নীল বর্ণের কেশোবান [ লোল] ছেলে আমার সংগে আছে। সে একজন মিউজিশিয়ান। তার পরিচয় অন্য এক সময় দেয়া যাবে। এখন আমি যা লিখছিলাম সেইটা শেষ করি আগে।

সো সেই নীল কেশের ছেলে একদিন আমাকে একটা গানের কথা বললো। গানটি ছিলো আনরিলিস্ড একটা আনকোড়া নতুন ব্যান্ডের। ব্যান্ডটি আবার "অল গার্লস্ ব্যান্ড"। ইংলিশ মিডিয়াম স্কুলের কিছু বান্ধবীদের নিয়ে করা একটি ব্যান্ড। ব্যান্ডটির নাম ছিলো,"ককোপেলি"।

আমি প্রথমে আমার সেই বন্ধুর বাসায় গানটি শুনলাম, তেমন ভালো লাগেনি। পরে সে আমার মুভোতে [ এমপিথ্রি পেলেয়ার] কপি করে দিলো। আমি সারা রাস্তা ঐ গানটি শুনতে শুনতে বাসায় ফিরলাম। বাসায় ফিরে এসে পিসিতে কপি করে আবার শুনলাম, একটু একটু ভালো লাগা শুরু করলো। যখনকার কথা বলছি তখন আমি ফাটিয়ে চ্যাট [ IRC = Internet Relay Chat ] করি, আন্ডারনেট সারভারের #বাংলাদেশ চ্যানেলে।

আমি তখন সেই সারভারের #বাংলাদেশ চ্যানেলের একজন অপারেটর ছিলাম। আমার একটা আলাদা friend circle ছিলো। তাদের মধ্যে almost সবাই USA or Canada or UK থেকে আসতো। রাজনীতি মনে হয় আমাদের শিরায় শিরায়, তখন উপলব্ধি করেছিলাম!! কারন #বাংলাদেশ চ্যানেলের manager or president হবার জন্যে যেই রকম বাজে সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম, সেইটা থেকেই ভালো করে বুঝে নিয়েছিলাম। সে যাই হোক।

তারপর টপ লেভেল অপরেটররা তাদের আইআরসি বট গুলো সব রিমুভ করে ফেললো, আমরা সেই বটগুলোর সাহায্যে Trivia or UNO খেলতাম। বটগুলো রিমুভ হবার পরে ইউসার আসা কমে যেতে লাগলো। তখন আমি আমার জীবনের প্রথম বট একটা সেটয়াপ করলাম। বটের কোন ভালো নাম পাচ্ছিলাম না, হটাৎ করে আমার মাথায় আসলো "ককোপেলির" সেই গানটির টাইটেল, "ঠুনকো".....ওঃহহহহ বাই দা ওয়ে, আমি আগে গানটির নাম বলতে ভুলে গিয়েছিলাম!!! সরি। আমার বটের নাম "ঠুনকো" দেয়ার পেছনে যুক্তি ছিলো, "যেহেতু আমি scripting একেবারেই জানতাম না, অন্যের scripting কপি করে ইউস করতাম, এবং আমার বটের অনেক সীমাবদ্ধতা ছিলো, সব মিলিয়ে 'ঠুনকো'"।

পরে ঠুনকো খুব ফেমাস হলো, কারন এর ছিলো Trivia and UNO game । আমার বট ফেমাস হয়ে যাবার পরে, আমার ঠুনকো নামটা বেশ লাগতো!!! তখন থেকে কোন সাইটে, কোথাও ইউজার নেম প্রয়োজন হলেই দিয়ে দিতাম "ঠুনকো"। এই হলো আমার ঠুনকো নিক নেয়ার বোরিং ইতিহাস!!! ঠুনকো গানটা রিলিজ্ হয়নি, না হলে আমার বলগের বন্ধুদের গানটি দিতাম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.