আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণী!

আমাদের এ সুন্দর পৃথিবীতে রয়েছে অসংখ্য প্রজাতির প্রাণী। প্রত্যেকটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্যের সাথে রয়েছে অপরুপ সৌন্দর্য। সৌন্দর্যে এদের মধ্যে কোনটির আবার পৃথিবীজোড়া খ্যাতি, কোনটি আবার দেখতে খুবই কুৎসিত। এবার পৃথিবীর সব প্রাণীর মধ্যে সবচেয়ে কুৎসিত প্রাণী নির্বাচিত হল 'ব্লবফিশ'।

ব্লবফিশ সাধারণত অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ও তাসমানিয়ার সমুদ্র উপকূলে পাওয়া যায়।

মাঝে মাঝে এরা জেলেদের জালে ধরা পড়ে। নামের মতই এ প্রাণি দেখতে বড় এবং থলথলে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কুৎসিত প্রাণী রক্ষা সংগঠন 'দ্য আগলি অ্যানিমাল প্রিজারভেশন সোসাইটি' বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় তাদের মাসকট নির্ধারণে অনলাইনে একটি গণভোটের আয়োজন করে। কুৎসিত প্রাণী দিয়ে মাসকট নির্ধারণে এ সময় ৩ হাজার ভোটের মধ্যে ৭’শ ৯৫ ভোটই পড়ে ব্লবফিশের পক্ষে।

কুৎসিত প্রাণীদের মধ্যে আরও রয়েছে, অ্যাক্সোলোট (মেক্সিকোর এক ধরনের উভচর প্রাণী), কাকাপো (পেঁচা সদৃশ এক ধরনের টিয়া), টিটিকাকা ওয়াটার ফ্রগ (বিলুপ্ত প্রায় প্রজাতির ব্যাঙ), প্রোবোসিস মানকিও (দীর্ঘ নাক বিশিষ্ট বানর) গণভোটে পৃথিবীর অন্যতম কুৎসিত প্রাণী হিসেবে মনোনীত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.