আমাদের কথা খুঁজে নিন

   

তবুও দেখো

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

এখনো এই শহরের বুকে বয় বুড়িগঙ্গা রক্তগঙ্গায় ভাসে নিষ্ঠুর সভ্যতা। তবুও কেউ কেউ সূর্যটাকে হাতের মুঠোয় পুরে, নিজেই হয়ে ওঠে আলোক অনির্বাণ। এখনো এই শহরেই প্রতিদিন ধর্ষিত হয় জীবন কামুক দু'হাত দুমড়ে চলে কিশোরীর স্তন। তবুও কেউ কেউ মালা গাঁথে ঝরা ফুলে ভালোবেসে শোনায় নতুন দিনের গান। এখনো এই শহরে শোনা যায় গুলির শব্দ স্বেচ্ছাচারী শাসকের বুট পিষে চলে গনতন্ত্র। তবু কেউ কেউ ওড়ায় শান্তির কপোত, আনে নির্বিষ রাত শেষে ভোর অম্লান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।