আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো মদ - হয়ত বা নতুন বোতলে



মন ভাল নেই, কেউ তা বোঝে না । একটি জোক বলি - পুরনো জোক - দেখা যাক মন ভাল হয় কি না? 10 বছরের ছেলে বাবার কাছে জানতে চাইল, বাবা পলিটিক্স কী? বাবা চিন্তিত হয়ে পড়লেন। এই দুধের বাচ্চাকে কি করে পলিটিক্স বোঝাবেন। তিনি মোটামুটি সিমপল করে ব্যাখ্যা দেবার চেষ্টা করলেন, ক) এই পরিবারের কথাই ধরো - আমি পয়সার যোগান দেই, সঞ্চয় করি, মোটামুটিভাবে টাকা পয়সার দায়িত্ব আমার- সুতরাং আমি ক্যাপিটালিস্ট। খ) আবার তোমার মা - তিনি পরিবারের কর্ত্রী - তিনি হলেন গভমেন্ট।

গ) কাজের মেয়েটি যে কি না সারাদিন কাজ করে - সে হল ওয়ার্কিং কাশের - মানে শ্রমজীবী। ঘ) তুমি হচ্ছ জনগণ - কারণ তুমি তোমার মায়ের অবজারভেশনে থাক। ঙ) তোমার ছোট ভাই - সে মাত্র 2 বছরের - সে হলো ভবিষ্যত। বাবার প্রাঞ্জল ব্যাখ্যা সত্ত্বেও ছেলে তেমন কিছু বুঝলো না। সে বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুমিয়ে গেল।

গভীর রাতে ঘুম ভেঙে গেল তার ছোট ভাইয়ের কান্নার শব্দে। একঘেঁয়ে স্বরে কাঁদছে তো কাঁদছেই। সে মায়ের রুমে গেল। দেখলো, ছোটভাই ডায়াপার ভিজিয়ে একনাগাড়ে কেদে চলেছে। আর পাশেই মা ঘুমোচ্ছে।

মা'কে ঘুম থেকে তুলতে গিয়েও সে তুললো না। চিন্তিত হয়ে বাবাকে খুঁজলো। মায়ের পাশে বিছানা খালি। রান্নাঘর থেকে কেমন একটা রহস্যময় আওয়াজ ভেসে আসছে। সে কান খাড়া করলো।

কারো নিঃশ্বাসে সমস্যা হলে যেমনটা হয় সেরকম শ্বাস নেবার চেষ্টা করছে যেন কেউ। সে রান্নাঘরে উঁকি দিল। দেখল, কাজের মেয়ের শরীরের ওপরে বাবার শরীরটা। বাবা প্রচণ্ডভাবে চেপে ধরেছে মেয়েটিকে। আর তার মারাত্মক শ্বাস কষ্ট হচ্ছে।

মেয়েটি নিঃশ্বাস নিতে না পেরে ক্রমাগত আঃ আঃ আঃ আহ করছে। পলিটিক্সের সংজ্ঞা সে এবার বুঝতে পারলো: ক্যাপিটালিষ্টরা শ্রমজীবী মানুষকে চেপে ধরে - তার শ্বাস আটকে দেয়। গভমেন্ট শুধুই ঘুমায়। ভবিষ্যতকে কেউ দেখে না, তার কান্না কেউ শোনে না। আর জনগন শুধু দেখেই যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।