আমাদের কথা খুঁজে নিন

   

মিথিলা তোমার জন্য .......

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

হ্যাঁ, মৃত্যুকেই ডাকতাম প্রবলভাবে , করুণাময়কে বলতাম কেনো দাও না মৃত্যু ..... আমার নিঃখরচা এতটুকু একটা চাওয়াতে, আমার মৃত্যুতে কি ক্ষতি এই পৃথিবীর ! কারও ভন্ডামি , স্বার্থপরতা বা লোভে মনটা তাই শুধু মৃত্যুকেই পেতে চাইত, ডাকত তাকেই কাছের কেউ ভেবে । কিন্তু মিথিলা আজ আমাকে কাঁদিয়ে, স্তদ্ধ করে দিয়ে গেলো । মৃত্যু ? না না আমি ত মৃত্যু চাই না ....... এই যে আমিও কাঁদছি মিথিলার মৃত্যুতে অবিরাম...... মিথিলার ব্লগ , মিথিলাকে নিয়ে রুবেলের পোস্টগুলো পড়ছিলাম কি ঘটেছে জানার জন্য ..... কিন্তু প্রতিবারি আমাকে লুকাতে হয়েছে অশ্রু ......... শেষতক বাথরুমে উঠে গেলাম কান্না মুছতে পাছে কলিগরা না আবার দেখে ফেলে । বস আমাকে একদিনের সময় দিয়েছিলো চিন্তা করে আমার সিদ্ধান্ত জানাতে আগামীকাল ...... আমি চিন্তা করতে পারছি না ....... মনে পড়ছে মিথিলা তালুকদার ...... মিথিলার কথা । মৃত্যু এত সহজ ! মৃত্যু এত নিকটে ...... মাত্র আঠারো ! কৈশোরে যেমনটা কষ্ট পেয়েছিলাম কবি সুকান্তের মাত্র 21 বছরে মৃত্যুর কথা শুনে ।

পৃথিবীকে আরও কতকিছুই না দিতে পারতেন কবি সুকান্ত। তেমনি এই ব্লগকে আরও কতভাবেই না সাজাতে পারত মিথিলা । এইতো ডিসেম্বরের 19 তারিখে দেয়া তার পোস্ট " কাল আমার জন্মদিন ........... " এর কথা সেখানে ও লিখেছিলো "20শে অক্টোবর 2006, আমার বয়স হবে 18 । এর মানে আমি সাবালিকা হবো । ..... দোয়া করবেন আমি যেনো আমার বর্তমান বয়ফ্রেন্ড নিয়ে 100 বছর সুখে শান্তিতে বেঁচে থাকতে পারি....... " তার আগের পোস্টগুলো ছিলো নতুন ভালবাসার সুখ স্বপ্নে বিভোর কোনো কিশোরীর সরল আবেগে ভরপুর ।

ভালবাসায় বিশ্বাসী কিন্তু সাবধানী আমি তাই ছোটবোনের মতই তাকে উপদেশ দিয়েছিলাম ....... "পড়াশুনায় বেশী মনযোগী হউন ....... আপনার বয়ফ্রেন্ড আপনারি আছে....... আপনারি থাকবে আজীবন ...... কিন্তু পড়াশুনার বয়সটা সুবোধ বালকের মত বসে থাকবে না ...... " তখন কি জানতাম ....... অতটুকু একজন এর পুরো জীবনটাই ছোটো হয়ে আসছে । ওর নামটা মনে ছিলো এরপর থেকেই ...... কিন্তু আজ সকাল ছাড়া জানতেও পারিনি কিছু । আজ ওর পুরো ব্লগ পড়ার পর যখন ব্লগের শিরোনামে চোখ গেলো দেখলাম ........ " ভাগ্যকে মেনে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার মধ্যে প্রকৃত সুখ । ........ আসুন সংগ্রাম করি, হাজার কষ্টে থাকলেও কাউকে বুঝতে দিবো না যে কষ্টে আছি ....... " ঠিক যেমন করে মিথিলা কাউকে তার কষ্ট বুঝতে দেয়নি । শুধু ভালবাসার কথাই বলেছে বেশীরভাগ সময় ।

তাই আমার ফেইক কষ্টগুলো ওর এই একটি কথাতেই ঝরে যায় ....... শুধু দানা বেঁধে থাকে একটি কচি প্রাণের অকাল চলে যাবার দুঃখ । প্রভু কি ক্ষতি হতো এই কচি প্রাণটুকু বেঁচে থাকলে । জানি না । শুধু প্রার্থনা করি, হে করুণাময় প্রভু তাকে শান্তিদাও, চিরকালের । মিথিলা, শুধু তোমার কথা মনে রেখেই .....আমি ভুলে যাবো হাজার কষ্ট .....বুঝতে দিবো না কাউকে কি কষ্টে আছি ....... গাইবো জীবনের গান, মৃত্যুর পরাজয়ে ।

জানি তুমিও গাইছো গান স্বর্গের পাড়ে, শান্তির দেবদূত রূপে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।