আমাদের কথা খুঁজে নিন

   

একটুর জন্য সেরা না হওয়া ! ইস!

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

wjsK কত আশা, কত ভরসা করে সৃষ্টি, এ যেন সৃষ্টি সুখের উল্লাসে, ওহ, সৃষ্টি সুখের উল্লাসে । সামহোয়্যার-এ জামার্ন কর্মক্ষেত্র .......... হা হা হা । অনলাইন বাংলা জামার্ন ফোরাম । নাহ,.... আর কই হল । কতগুলি যে নিমন্ত্রপত্র পাঠালাম এর মধ্যে থেকে কুঁড়ির আগমণ, আমি সহ বিশ+আরও একটি মানুষ বিনামূল্যে ।

সদস্য তো আছে কিন্তু এদের মধ্যে থেকে খুব কমই জামার্ন এর উপর ব্লগে চর্চা করে । এমন অনেকও আছেন যারা সদস্য নন কিন্তু জামার্ন ভাষা উপর চর্চা চালান । আমাদের উচিত --জামার্ন ভাষা যদি শিখতেই চাই, তাহলে এর উপর পর্যালোচনা করা, জিজ্ঞেস করা । কিন্তু কই করি আমরা, আমিই না মাইক নিয়ে গলাফাটাই, নাহিদ সাহেব প্রায় জিজ্ঞাসা করেন, সাকিব সাহেবের আর আজকাল আগ্রহ দেখি না, আপনা সাহেব এরও না, ত্রিভুজ শুধু একবার পোষ্টে অনুপ্রেরণা দিয়েই খালাস । তাঁর খেয়ালই নেই যে, তিনি আমাদের সাথে আছেন, কিছু হলেও তাকে অনেকটা বিস্তৃতভাবে অংশগ্রহণ করা উচিত ।

এই অংশগ্রহণ না করার কারণেই আমি ব্যক্তিগতভাবে এটিকে সেরার তালিকায় তুলতে পারছি না, যদি তোলা হত তাতে অবশ্যই সবাইকে অংশগ্রহণ করা উচিত । যদি এমন একটি সেরা থাকত যে, সামহোয়্যারইন এর সেরা গ্রুপ কোনটি (সামহোয়্যার এর আভ্যন্তরীণ) তাহলে প্রথমেই থাকত 1) জামার্ন ভাষা শিক্ষা আসর এর গ্রুপ wjsK আর যদি বাহ্যিক গ্রুপের কথা বলা হত তাহলে : ত্রিভুজের তৈরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।