আমাদের কথা খুঁজে নিন

   

বিক্রিতে পিসিকে ছাড়িয়ে যাবে ট্যাবলেট

চলতি বছরের চতুর্থ প্রান্তিক অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বর এ তিন মাসে ট্যাবলেট কম্পিউটারের বিক্রি পিসি বিক্রিকে ছাড়িয়ে যাবে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)-এর গবেষকেরা এ পূর্বাভাস দিয়েছেন। তবে পুরো বছরের বিক্রির হিসাব ধরলে ট্যাবলেটের চেয়ে পিসির বিক্রি বেশি হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসিওয়ার্ল্ড।
আইডিসির গবেষকেরা জানিয়েছেন, ২০১৫ সাল নাগাদ বার্ষিক হিসাবেও কম্পিউটার বিক্রিকে পেছনে ফেলবে ট্যাবলেট কম্পিউটারের বিক্রি।
২০১৭ সাল নাগাদ বিশ্বের কানেকটেড ডিভাইসের বাজারে স্মার্টফোন ও ট্যাবলেটের শেয়ার হবে যথাক্রমে ৭০ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৫ শতাংশ। ২০১৭ সাল নাগাদ কম্পিউটারের বিক্রি ১৭ শতাংশ পর্যন্ত কমে যাবে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.