আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুননিসা নূন স্কুলে ভর্তি বিড়ম্বনা

অবসরের আড্ডা!!!

ভিকারুননিসা নূন স্কুলে ভর্তি বিড়ম্বনা গত 11 নভেম্বর থেকে ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণীতে বাংলা মিডিয়ামের ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকের খবর অনুযায়ী ফরম ক্রয় করার সময় ভিড়ের চাপে 5/7 জন অভিভাবক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে 2/1 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এই অবস্থায় যদি স্কুল কতর্ৃপক্ষ একটু দায়িত্বশীল হতেন বা আইন-শৃংখলা বাহিনীর সহায়তা নিতেন তাহলে নিশ্চয়ই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত। স্কুলটির কয়েকটি গেট আছে।

প্রতিটি গেটে ফরম বিক্রির কেন্দ্র রাখা হলেও এ বিশৃংখল অবস্থার সৃষ্টি হতো না বলে মনে করি। সবচেয়ে মারাত্দক ব্যাপারটি হল একজন মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে 4/5 ঘণ্টা পর যখন কাউন্টারে পেঁৗছায় তখন কাউন্টার থেকে বলা হয় 500 টাকার নোট গ্রহণ করা হবে না। ভাংতি টাকা দিতে হবে। চিন-া করে দেখুন যে লোকটি 4/5 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে শুধু 500 টাকার নোটের কারণে ভর্তি ফরম ক্রয় করতে পারেননি, তার মানসিক অবস্থা কী হতে পারে? অভিভাবকদের এভাবে হয়রানি করার কোন যুক্তি থাকতে পারে না। যেখানে হাজার হাজার টাকার ফরম বিক্রি হচ্ছে সেখানে পাঁচশ' টাকা ভাংতি দিতে না চাওয়ার বিষয়টি অত্যন- হাস্যকর।

সামনের মাসেই এ স্কুলের ভর্তি পরীক্ষা। হাজার হাজার শিশু পরীক্ষা দেবে। আমরা আশা করব অন-ত ভর্তি পরীক্ষা গ্রহণকালে যেন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয় এবং ফরম বিক্রির সময় যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না ঘটে। জনৈক ভুক্তভোগী অভিভাবক ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.