আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনের কড়চা: বোধন

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

অনেক দিন পর শুক্রবারের ছুটির দিনের কড়চা নিয়ে ফিরে আসলাম। স্মৃতিগুলো খুব তাড়িয়ে বেড়ায় নিজের একান্ত অবসন্ন ভাবনাকে। অনেক ভাবনাই মনে হয় বন্দী হয়ে আছে কাঁচের বাক্সে। দেখতে পাই বাক্সবন্দী ভাবনারা ছটফট করছে অহরহ, মুক্ত করতে পারি না তাদের। ব্যক্তিগত আর সমস্টিগত ব্যর্থতার সহস্র অজুহাত দাঁড় করিয়ে দিতে পারি আত্মপক্ষ সমর্থনে।

কিন্তু কোন স্থায়ী প্রতিকার খুঁজে পাই না এই অজুহাতগুলো নিবারণের। এধরণের উপলদ্ধি খুব কস্টের। চেতনার নিভু নিভু প্রদীপ পাহাড় সমান অন্ধকারকে সরাবে কি করে? তাই ভাবনাগুলো নীরবে উৎসর্গ করি এই প্রজন্মের সংগ্রামীদের পদসোপানে: "হে মহামানব, একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এখানে মৃতু্য হানা দেয় বারবার; লোকচ ক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃতু্য গেড়েছে এখানে ঘাঁটি..." (সুকান্ত ভট্রাচার্য) আজকাল হঠকারী দৃস্টিহীনদের আনাগোণা খুব বেশী দেখা যায়। কীট পতঙ্গদের সমর্থনে ও উদ্ধারে নব্য মাদার তেরেসাদের মানবিকতা ও শালীনতার খন্ডিত গান দলীয় সঙ্গীত হিসেবে পরিবেশিত হচ্ছে।

ভাবনার বিকলাঙ্গতা যে দৈহিক বিকলাঙ্গতার চেয়েও ভয়াবহ তা আবারও স্পস্ট হয়ে উঠে। আদর্শিক আয়না দিয়ে বিভক্তি টানা যায়, একচোখা হয়ে থাকা যায়। কিন্তু তাই বলে সূর্যের মতো সত্যকে তো আর পক্ষপাতিত্বের কালো নেকাব দিয়ে ঢেকে রাখা যায় না। এ দেশ প্রাগৈতিহাসিককাল থেকে ঝড় ঝঞ্জার মধ্যে এগিয়েছে। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে এদেশবাসী এগিয়েছে।

উওাল স্রোতে মধ্যে সামনে চলার গতি খুঁজে পেয়েছে। ঝড়ের মধ্যেও গন্তব্য হারায়নি। প্রতিটি ঝড়ের ধ্বংসাবশেষের উপর গড়ে উঠেছে প্রত্যাশার সবুজ জনপদ। হয়তো সুকান্তের ভাষায়, এই "ঝড় পৃথিবীর বুক থেকে জঞ্জালদের টেনে তুলবে"। তাই, ঝড় দেখে আমি ম্রিয়মান হতে চাই না।

নির্বিকার আর মূঢ় হতে চাই না। নিরাসক্ত আর হতাশ হতে চাই না। ব্যর্থতার পৌনপুনিক পুনরাবৃওি হয় না। তাই, যারা বিমূঢ়তার আর ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার তাদের জন্য বলতে মন চায়: "আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন ঝড়; আজকের নৈশ:ব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মও দামামা, প্রার্থনা করো: হে জীবন, যে যুগ-সন্ধিকালের চেতনা_ আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্চিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার-গলানো উওাপ।

টুকরো টুকরো ক'রে ছেঁড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী..."। (সুকান্ত ভট্রাচার্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।