আমাদের কথা খুঁজে নিন

   

একজন ব্লগারের অ্যামনেশিয়া হয়েছে, হয়েছে বাইপোলার ডিসঅর্ডার ও...কেউ কি আছেন তাকে রোগমুক্ত হতে সাহায্য করতে পারেন!

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

--------------------------------------------------- (আর্থিক নয় মানসকি হেল্প দরকার । পড়ার পূর্বে মনে রাখবেন। আরও মনে রাখবেন উলু বনে মুক্তা ছড়ানোর প্রবাদ জানার পরও একমাত্র সেই উলু বনে মুক্তা ছড়ানোর খেলা য় মত্ত হয় যে উলু বনের প্রতিটি স্থান খুব ভাল করে চেনে এবং খুঁেজ নিতে পারে মুক্তো বারংবার। ) রুপা একজন কবির কবিতায় ব্যবহৃত নাম। কবিতার বৈশিষ্ট্য বিচারে রুপার কবিতা বেশ সামদৃত সমালোচক মহলে।

স্বভাবতই রুপার কবিতায় ব্লগের কবি প্রেমিক মানুষগুলোর এবং কবি গনের মন্তব্য করার ইচ্ছের প্রতিফলন ঘটে তার প্রতিটি কবিতায় কবিতায়। পথিক!!!!!! ( মানে আমি) তার কবিতায় মুগ্ধ হয়। অনেক কবিতায় তার খুঁজে পায় মননশীল ভাব আর সুন্দর কাব্য মেঘে ভরপুর শব্দের কাব্যিক বুনট। মন্তব্য না করে যাবে কই। ব্লগের আরও অনেকের মতই পথিক কে রুপাও তার মন্তব্যর আধিক্যে ইয়াহু আইডি প্রদান করে।

পথিকের সাথে ইয়াহুতে রুপার মাঝে মধ্যে চেটিং এ লিখিত আকারে আলোচনা হয়। পথিকের এক ঘনিষ্ঠ বান্ধবী এবং এক বন্ধু মাস পাঁচেক একদিন চ্যাট করতে দেখে জিজ্ঞেস করল রুপা টি কে? পথিক বলল, রুপা একটি ছেলের ছদ্মনাম। সে ভাল কবিতা লেখে। পথিকের বন্ধু ও বান্ধবীটি বলল তাদের কাছে ইচ্ছে করে মিথ্যে কথা বলছে সে। তারা কিছুতেই মানতে চাইলনা।

কিন্তু একসময় মেনে নিল যখন দেখল পথিকের আচরণে ভীষণ স্বাভাবিকতা এবং সেই সাথে ..................। আর মানাটাই স্বাভাবিক , তারা জানে পথিক সাধারণত মিথ্যে কথা বলেনা। মজা করা ছাড়া(!!!!!!!)। তাই তারা পথিকের ঋত বক্তব্যকে সত্যই মেনে নিল। গত ঈদে রুপা তার দেশের বাড়ী পাবনা গিয়েছিল ঈদ করতে।

এবং মর্মান্তিক ঘটনা টা তখনই ঘটে। রুপার একটা বড় ধরনের দূঘর্টনার মধ্যে পড়তে হয়। স্বচক্ষে না দেখার কারনে দূর্ঘটনার কারন ও বৃত্তান্ত ব্যাখা করতে পারলাম না বলে দুঃখিত। যা হোক রুপার জ্ঞাতি ভাই ছুপা রুস্তম টাইপর একজন ব্লগার ( নাম নূরে আযম evuab) কাঁদো কাঁদো কণ্ঠে ফোন করে দূর্ঘটনার কথাটা বললেন। এবং এও বললেন রুপা তার স্মৃতি হারিয়ে ফেলেছে।

অ্যামনেশিয়া রোগে ভুগতে শুরু করেছে। অ্যামনেশিয়ার একটা ধরন আছে যেখানে রুগি মাঝে মাঝে কোন কোন অবস্থায় স্মৃতি ফিরে পায় আবার একটু পরে হারায়। এই যেমন পরিচিত কোন নাম শুনলে বা পরিচিত কাউকে দেখলে। তো আমি ফোন করে নাম বললাম পথিক , উহাতে তাহার ভাবান্তর হইলনা । এই নাম তার মস্তিষ্কে কোন ক্রিয়া ঘটালো না।

ইহার পেছনে একটা কারন হইতে পারে মাস পাঁচেক পূর্বে পথিককে রুপা প্রেম নিবেদনের চেষ্টা করেছিল। কিন্তু পথিক তাহাতে কর্ণপাত করতে পারে নাই । তারও একটা কারন আছে, প্রেম প্রত্যাখ্যান করা পথিকের একটা পুরানো পেশন। তার উপর বান্ধবীটিকে বলা ঋত কথাটার এবটা মূল্যতো আছে। রুপা হারিয়ে গেল।

রুপার কবিতা ব্লগে আর দেখার উপায় নাই। ব্লগ ঐ কবিতার দুঃসহ চাপ হতে মুক্ত হয়ে অনাবাদি হয়ে যাচ্ছে। ইস্! বাধঁন ভাই আমাকে চারটি ফোন নম্বর দিলেন। উনি ওনার ওফিসের ল্যপটোপ হারিয়ে ফেলায় ইদানীং বাঁধন নামের ব্লগটিতে(!) ঢুকতে পারেন না। তাই আমাকেই তার অনৃত অনুরোধ রাখতে স্বপ্রনোদিত হয়ে রুপার তিনটি নম্বর লিখে দিতে হলো এখানে।

আমাকে আবার কেউ ভুল বুঝবেন না। ল্যাপটপ তো হারাতেই পারে, তাইনা। Effeminacy (!@@!153607) ব্যক্তির জন্য ওটা তো কোন ব্যপারই না। যদি ব্লগের কারও সাথে কথা বলে অ্যামনেশিয়া আক্রান্ত রূপা র মস্তিষ্কে কোন এফেক্ট হয় বা হয় বাস্তবিকতার কোন প্রতিফলন...অথবা দূর হয়ে যায় তার বাইপোলার ডিসঅর্ডার নামক রোগটিও তার জন্যেই বাঁধন কতৃক এই আনৃত অনুরোধ । ফোন নম্বর চারটি হলোঃ ০১৫৮৩২৫৬৬৫ ০১৭১২৪৩৭৭১৬ ০১৭১৭৭২০৫৬৮ ০১৭১২৮৭২২৩০ তাছাড়া রুপার সুস্থতা কামনা করে মেইল ও করতে পারেনঃ ............. বাঁধন ভাই ল্যাপটপ ফিরে পেলে হয়তো বিস্তারিত জানানোর জন্য হাউকাই করবেন।

সকল কে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.