আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে বলে

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে.... তুমি আসবে বলে, ঘরের কোণে কিছু সুগন্ধী মোম জ্বেলেছি। তুমি আসবে বলে, বাসী ফুল ফেলে নতুন রজনীগন্ধা আর গোলাপ দিয়েছি ফুলদানীতে। তুমি আসবে বলে, গভীর রাতের আড্ডাটা একটু তাড়াতাড়িই চুটিয়ে নিয়েছি আজ। তুমি আসবে বলে, ক্ষয়িষ্ণু চাঁদটাকে আজ দিয়েছি ছুটি খোঁপাহীন চুলের মত একগোছা এলো মেঘ এনে ভরিয়ে দিয়েছি আকাশটাকে। ঝিলের জলের বুনো গন্ধঅলা হালকা বাতাস গাছের কোটরে কয়েকটা পাখি শিশুর ক্ষীণ অনুযোগ আর নিরন্তর ঝিঁঝির ডাক- এসব তোমার জন্য, তুমি আসবে বলেই। সকাল হতেই সুগন্ধী মোম ফুরিয়ে যায়, আরো কিছু নতুন মোম এনে সাজিয়ে রাখি। ফুলদানীতেও রাখি টাটকা ফুল। আড্ডাটাও কোনো রাতেই মধ্যরাত পেরোয় না। তুমি হয়তো আসলে কোনোদিনই আসবে না... চাঁদটা ছুটি নেয় মাঝে মাঝেই, আকাশেও করে মেঘ, ঝিলের জল বাড়ে-কমে, পাখিশাবক বড় হয়- উড়ে যায় ঝিঁঝিরা ডেকে চলে নিরন্তর- হয়তো তুমি আসবে না বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।