আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে যত স্মরণীয় ঈদ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

1971 : স্বাধীনতার সূর্য তখনো উদিত হয়নি । তবুও 20 নভেম্বর শনিবার এসেছিল ঈদুল ফিতর। কিন' ঈদের আনন্দটা প্রকৃতপক্ষে জমা ছিল 16 ডিসেম্বরের জন্য। 1972 : স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ পালিত হয় এ বছরের 8 নভেম্বর বুধবার।

এ ঈদে ফিতরা ছিল মাত্র 2 টাকা। 'অরুণোদয়ের অগি্নসাক্ষী' ও 'ওরা 11 জন' ছবি দুটি এ ঈদ উপলক্ষে মুক্তি পায়। 1973 : তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাল আইনে বন্দি 400 আসামিকে মুক্তি দেন। 1974 : আনন্দহীন ছিল এ বছরের ঈদ। অনাহারে মৃতু্য, আত্দহত্যার হিড়িক, আধমরা কৃষক, বেওয়ারিশ লাশ সব মিলিয়ে জীবনে এক উদ্বেগের ঈদ।

ফিতরা ছিল 2.50 টাকা। ঈদে কোনও ছবি মুক্তি পায়নি। উল্টো ঈদ উপলক্ষে হলগুলো বন্ধ রাখা হয়। 1975 : 1 হাজার সাধারণ বন্দি মুক্তি পায়। সুজনসখী ও নকল মানুষ ছবি দুটি ঈদের দিন মুক্তি পায়।

1976 : ঈদকে জাতীয় উৎসব হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1 হাজার 800 বিচারাধীন আসামি ও 114 জন রাজবন্দি মুক্তি পায়। এবারের ঈদে ফিতরা ছিল 3.40 টাকা। 1977 : ঈদের দিন 'শিক্ষা দিবস' পালিত হয়। ফিতরা ছিল 3.47 টাকা।

1982 : লক্ষ্মীপুরের মদনহাটের কাছে মর্মান-িক লঞ্চডুবিতে শতাধিক লোক প্রাণ হারায় ঈদের দিনে। উল্লেখ্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতু্যর 63 দিন পর ঈদ পালিত হয়। তাই ঈদের মোনাজাতে 'সহিংসতা, সংহতি ও ঐক্য' শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1984 : ঈদের দিন থেকে বিদেশী সিগারেট আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1986 : এই প্রথম হাইকোর্ট সংলগ্ন ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়।

1987 : দুঃসহনীয় গরমে 30 মে শনিবার ঈদ পালিত হয়। ঈদের দিন ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতু্যবার্ষিকী। 1988 : ঈদের দিন ভয়াবহ অগি্নকাণ্ডে নরসিংদী বাজারে 23 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 1991 : ঈদের দিন বিদু্যৎ বিপর্যয় ও সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জে 619 ব্যক্তি নিহত হন। 1992 : শবে কদরের কারণে ঈদের ছুটি 3 দিনের বদলে 5 দিন হয়।

ঈদের দিন রংপুরে 100 কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। 1993 : ঘাতক দালাল নির্মূল কমিটির গণহত্যা দিবস পালিত হয়। লঞ্চডুবিতে বরিশালে অর্ধশতাধিক লোক নিহত হয়। 1995 : ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকার জামাতে শতাধিক মহিলা অংশগ্রহণ করে। 1996 : 21 ফেব্রুয়ারি পালিত হয় ঈদের দিনে।

শহীদদের শ্রদ্ধা এবং ঈদের আনন্দ দুটোই পালন করে মানুষ। 1997 : সুনামগঞ্জে অগি্নকাণ্ডে 50 লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়। নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে সার বিক্রি হয়। 1999 : এ ঈদের প্রধান বৈশিষ্ট্য ঊনবিংশ শতাব্দীর শেষ ঈদ। এবার ঈদের চাঁদ দেখা যায় রাত 10টার পরে।

2000 : বিংশ শতাব্দীর প্রথম ঈদ বা মিলিনিয়াম ঈদ ছিল এ ঈদের বৈশিষ্ট্য। এ বছর 3টি ঈদ পালিত হয়_ রোজার ঈদ, কোরবানির ঈদ এবং তারপর আবারও রোজার ঈদ। 2001 : বরাবরের মতো চাঁদপুরের 40টি গ্রামে একদিন আগেই ঈদ পালন হয়। বিজয় দিবসের পরদিন অর্থাৎ 17 ডিসেম্বর ছিল ঈদ। বিজয় দিবসের পরদিন আনন্দের ঈদ আসে।

2002 : ঈদের পরদিন 7 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দেড়ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহ শহরের 4টি সিনেমা হলে বোমা বিস্ফোরণ ঘটনায় নারী-শিশুসহ 18 জনের মর্মান-িক মৃতু্য হয়। 2003 : এবার ঈদের ছুটিতে সারাদেশে 41 জন খুন হয়েছেন। 2004 : ঈদের কয়েকদিন আগে ফিলিস-িনির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মূর্ত প্রতীক ইয়াসির আরাফাতের মৃতু্যর শোকে বাংলাদেশের মানুষের মধ্যে ঈদের দিনেও ছিল শোকের ছায়া। 2005 : 21 আগস্টে বোমা হামলার দুই আসামি শফিক ও আবুল হোসেনকে ঈদের দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈদের আগের দিন ও ঈদের দিন 3টি স্থানে অভিযান চালিয়ে অসংখ্য বিস্ফোরক, গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ 11 জনকে আটক করা হয়।

**যুগান্তর***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.