আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি চ্যালেঞ্জিং আপডেট এবং দুই রাতের ঘুমের পোস্টমর্টেম

আমি এবং আমরা

গত পরশুদিন একটা পোস্ট করেছিলাম যে মাথায় কিছু আইডিয়া ঘুরছে, কোনটা করা যায়, তারপর সবার ফিডব্যাক দেখে মনে হল থাকবাবা, আপাতত এইগুলো ছাড়া অন্য কিছু করা যায় কিনা। অনেকেই আবার চেয়েছিলেন প্রিন্টেবল পোস্টের সুবিধা। সেই থেকে মাথায় আসলো ব্লগের পোস্টগুলো পিডিএফ হিসেবে এক্সপোর্ট করার সুবিধা দিলে কেমন হয়? তাহলে সবাই অন্তত পোস্টগুলো সংরক্ষন করতে পারবে, একটা ইন্টারেস্টিং ফিচার ও দেয়া যাবে। কাজ শুরু করার পর বোঝা গেল কত ধানে কত চাল -হুঁ হুঁ হুঁ - সমস্যা হল বাংলা ফন্ট। তারপর সমস্যা আসল ফন্ট পিডিএফ এ এমবেড করা নিয়ে, সবশেষে সবচেয়ে বিখাউজ সমস্যা আসলো বাংলা টেক্সট ঠিকমত রেন্ডার করা নিয়ে।

আল্লাহ রে। গত দুই দিন কি যে খাটা খাটলাম, ঘুমানোরও টাইম পাই নাই। সবকিছু হয়ে যাওয়ার পরেও শুধু একটা মাত্র সমস্যায় আটকা পড়ে থাকা কার ভালো লাগে বলেন? ফলাফল বিখাউজ মার্কা ঘুম এবং স প্নেও পিডিএফ নিয়ে দৌড়াদৌড়ি (কি কি জানি বিদঘুটে স প্ন দেখলাম , মাঝে পিডিএফ নিয়ে কি জানি হল) । আজকে আবার সকাল থেকে কাজ শুরু করার পরে কিছুক্ষন আগে কাজ শেষ হল, ফলাফল ? দেখতেই পাচ্ছেন আপনারা এখন প্রতিটা পোস্ট পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন। প্রতিটা পোস্টের পাশে অথবা নিচে 'পিডিএফ হিসেবে দেখুন' নামে একটা লিংক আছে, ওটাতে ক্লিক করলেই হবে।

দুই দিন সবকিছু ছেড়ে কাজের পুরষ্কার হিসেবে আজকে সকালে পেলাম বউএর কাছ থেকে ঝাড়ি, আমার নাকি গতকাল সন্ধ্যায় আড়ংয়ে যাওয়ার কথা ছিল, বেচারা!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।