আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষদের জন্য পর্দা প্রথা চালু হয়েছে চট্রগ্রামে!!!

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

চট্রগ্রাম সিটি কর্পোরেশন গত বৃহস্পতিবার নগরীতে এক অভিনব পন্থায় 5 টি মহিলা বাস সার্ভিস চালু করেছে। এই বাসগুলোতে পুরুষরা উঠতে পারবেন। তবে বসতে হবে পৃথক আসনে। সামনের অংশে মহিলারা আর পেছনের অংশে পুরুষরা। মাঝে রয়েছে পর্দা।

উঠা-নামারও পৃথক ব্যবস্থা রয়েছে। সিটি কর্পোরেশন কয়েকমাস আগে নগরীতে ক্রমবর্ধমান মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দের জন্য 30 আসনের মাঝারি সাইজের 20টি বাস চালু করে। কিন্তু অধিকাংশ সময় এ সব বাসে যাত্রী স্বল্পতা সত্ত্বেও খালি আসনে পুরুষ যাত্রী নেয়া সম্ভব হচ্ছিলোনা। এতে বাস সার্ভিস লোকসানের মুখে পড়ে। মূলত এ অবস্থা থেকে উত্তরনের জন্য পর্দা লাগিয়ে বাস সার্ভিস চালুর এই অভিনব আয়োজন।

গতকাল স্থানীয় ইপিজেড মোড়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র মহিউদ্দিন চৌধুরী আগামী মাসে অনুরুপ আসন ব্যবস্থায় 40 সিটের আরো 20টি মহিলা সার্ভিস বাস চালুর ঘোষনা দেন। সুত্র-- ইত্তেফাক, 2য় পৃষ্ঠা 2য় কলাম , 6 অক্টোবর সংখ্যা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.