আমাদের কথা খুঁজে নিন

   

গিনিপিগ

লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মুচমুচে 3 পোস্ট করতাছি এমন সময় বন্ধু মামুনের ফোন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ল্যাব থেকে । কয় তাড়াতাড়ি আইসা কিছু কেমিক্যাল শুইকা টেকা নিয়া যাও । তারপর জিগায় খাইসো কিছু ..কইলাম হ 20 মিনিট আগে..কয় তাইলে আরও আধাঘন্টা পরে আসো । গেলাম । দেখি নাসির ও ওইখানে ।

10টা ছোট ছোট বোয়োম দেখাইয়া কয় 30 সেকেন্ড পর পর একটা কইরা শুঁকবা আর কাগজে গ্রেডিং দিবা । বেশীরভাগই মোটামুটি দূর্গন্ধযুক্ত । তবে একদম শেষে যেইটা ছিল তাতে ইহকাল-পরকালে তোলপাড় হইয়া গেলগা । টলতে টলতে 10 টেকা হাতে নিয়া বাইর হইলাম । এই রকম গন্ধের জন্যে 50 টেকা দেওয়া উচিত ছিল ।

পরে আমার বন্ধু এই গবেষণার বিষয় বস্তু নিয়া একটু গ্যাজাইলো । পৃথিবীর বিভিন্ন দেশের গন্ধবোধ পরিমাপ করা হইতাছে আর এই পূণ্যকাজের অনেক গিনিপিগের মধ্যে আমরাও আছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।