আমাদের কথা খুঁজে নিন

   

দৃশ্যপট- এক

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

শুধুমাত্র জন্মগত কারণেই বাংলাদেশের শিশুদের মুষ্টিমেয় অংশ বড়ো হবার অধিকার থেকে বঞ্চিত। দিনে দিনে বাড়ছে শিক্ষাক্ষেত্রেও এর প্রকোপ। এখন অন্ন, শিক্ষা, বস্ত্র, চিকিৎসা, এবং বাসস্থান যেন হয়ে যাচেছ শুধ ু এক শ্রেণীর মানুষের অধিকার। এসব অধিকার নিম্ন আয়ের মানুষদের জন্য যেন সোনার হরিণ হয়ে যাচ্ছে। বাড়ছে শ্রেণী-বৈষম্য, দারিদ্র্য সংকট।

এ কবিতাটি তারই টুকরো দৃশ্যপট। [গাঢ়]দৃশ্যপট- এক[/গাঢ়] ন্যাংটা পোলাপান ঘোরে পার্কে ধূলা-কাদা মাখে গায়ে, নামে লেকে। বাব-মা মেথর-মেথরানী দুইজন ধারে-কাছে নর্দমায় করে কাজ । মনিং ওয়াকে আসে মেম-সাহেবেরা কারো সাথে ফুটফুটে ছেলেমেয়ে। মেথর মাতাল আড়চোখে চায় দেখে হুর-পরী মেম-সাহেবারে।

মেথরানী করে হায়-আফসোস -কী ছোন্দর বেটী আছে দ্যাখ! মেথর থামায় মেথরানীর প্রলাপ -ছব ছালা বড়া লোক আছে গাড়ি ভি আছে, বড়া ঘর আছে পরী ছি ঘরে, ছোনা পয়দা হয়। হাম লোক ছোটা লোক আছে পেত্নী ছি ঘরে, ভূত পয়দা হয়! 13.09.2006

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।