আমাদের কথা খুঁজে নিন

   

দৃশ্যপট- চার

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

দৃশ্যপট- চার/ শেখ জলিল বেরসিক ক্যামেরাম্যানের ইশারায় সরালে আঁচল রূপের মুগ্ধতা ছুঁয়েছিলো চোখ আর হৃদয়টা করছিলো ধুকপুক- অকাল খরায় শুষে নিলে তার অশান্ত বর্ষণ! দৃষ্টির আগুনে পোড়াবো তোমাকে বলে এক ধ্যানে অপলক চেয়েছিলাম অনেকণ; পৌরুষদীপ্ত শরীরে বইছিলো যে প্লাবন সুচতুরা নারী তুমি বুঝে ফেললে তা- আড়ালে লুকালে অমূল্য সম্পদ পাহাড় সমান বাঁধে ঢেকে দিলে তাকে। ভাবনার অন্ধাকারে বিদ্যুৎ চমক চারদিক ঝিকমিক ক্যামেরা-লাইট! সম্বিৎ ফিরেই দেখি- আজকের সকালে আমন্ত্রিত অতিথি আমি নামকরা চ্যানেলের সুকণ্ঠী উপস্থাপিকা মুখোমুখি বসে সে জুড়েছে আলাপন! ৩০.০৬.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।