আমাদের কথা খুঁজে নিন

   

দৃশ্যপট- তিন

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

দৃশ্যপট- তিন/ শেখ জলিল এডিসি সরেজমিনে দেখছেন একোয়ার ভূমি পাইক-বরকন্দাজ সাথে, হুটহাট রব সাঁই সাঁই চলছে গাড়ি, এক-দুই-তিন! শিল্পপতি বাঁচাবেন তাঁর দালানের ভিত্তি উদ্দেশ্য- হাই ফ্রিকোয়েন্সি গ্যাসলাইন পরিবর্তন চলছে তৈলমর্দন, উচ্চমহলের সুপারিশ বড়ো এডিসি-ও তথৈবচ আজ্ঞাবাহী, করছেন মাপঝোঁক! কার আগে কে যায়, কে দেখে রাস্তার কুকুর এডিসি যাচ্ছে চলে, ছোটে শিল্পপতির গাড়ি থেতলানো মাথা পড়ে থাকে পথে, ঝরে রক্ত কুকুরের দেহ তড়পায় ঠিক মানুষের মতো! জানি কুকুর মানুষ নয়- প্রতিবাদ করবেনা কেউ দর্শনার্থী হয়তো হায়-আফসোস করবে দু’একবার তবু কুকুরের পাশে কান্নার থাকবে না কেউ-ই! একপাশে নির্বাক পথচারী দাঁড়িয়ে আমি কুকুরের তড়পানো দেহ নিথর হতে দেখি অন্য গাড়ির চাকায় ছিন্নভিন্ন হবার আগেই কুকুরের দেহকে টেনে ফেলে দেই রাস্তার পাশে! ০৫.০৬.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।