আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে ভেরিফাইড মানিবুকারস একাউন্ট

একা এই জীবন সমুদ্রে চলছি আমরা যারা অনলাইন এ কাজ করি তারা জানি বিদেশ থেকে ডলার বাংলাদেশে আনা কত একটা কষ্টের জিনিস। আমাদের দেশে পেপ্যাল নাই। ব্যাঙ্ক ট্রান্সফার ও সুবিধার না। কিছুক্ষণ আগে ব্লগে ফেক পেপ্যাল একাউন্ট খোলার একটা পোস্ট দেখলাম যা আমার কাছে কোন কাজের জিনিস মনে হয়ে নাই। তাই আমি সিদ্ধান্ত নিলাম ফ্রিল্যান্সার ভাইদের ডলার দেশে আনার দুটি পদ্ধতি নিয়ে পোস্ট দিবঃ প্রথমটি হল মানিবুকারস এর মাধ্যমে আর দ্বিতীয়টি হল পেওনিয়ার কার্ডের মাধ্যমে।

আজকে মানিবুকারের মাধমে ডলার আনার পোস্ট দিব। মানিবুকার এর মাধ্যমে ডলার আনার জন্য যা যা লাগবে তা হল একটি জাতীয় পরিচয়পত্র আর একটি ব্যাঙ্ক একাউন্ট(অবশ্যই ৬ মাসের পুরনো)। এই দুটি জিনিস অবশ্যই নিজের হতে হবে এবং একই নামে থাকতে হবে। প্রথমেই এই লিঙ্কে গিয়ে রেজিস্টার করেন। আমি একাউন্ট টাইপ 'Personal account' দিয়েছিলাম।

এটাই ভাল হবে। এখানে নাম অবশ্যই ব্যাঙ্ক আর জাতীয় পরিচয়পত্রের অনুরূপ হওয়া লাগবে। মনে রাখবেন একবার নাম দেয়া হয়ে গেলে পরে নাম পরিবর্তন করা অনেক কষ্টের( আমি অনেক কষ্টে আমার নিজের একাউন্ট এর নাম পরিবর্তন করছিলাম। আমার একাঊন্ট লকড হয়ে গেছিল। প্রায় ১০ দিন কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করেছিলাম এবং শেষে ফোন দিয়েছিলাম ।

এর পর ঠিক করছে। আর নাম ঠিক না থাকলে মানি ট্রানজেকশন ফেইল ও হতে পারে। সুতরাং সতর্ক থাকবেন এই ব্যাপারে ) রেজিস্ট্রেশনের সময় আপনার আসল এড্রেস দিতে হবে না হলে এড্রেস ভেরিফিকেশন করতে পারবেন না। সবচেয়ে বড় কথা হল আপনার একাউন্ট খোলার সময় ফেইক ইনফরমেশন দেবার অভ্যাস থাকলে মানিবুকারস এর ক্ষেত্রে তা ভুলে যান একাঊন্ট রেজিশট্রেশন শেষ হলে আপনার ইমেইল একাউন্ট এ গিয়ে ভেরিফাই করুন। ২য় স্টেপ এড্রেস ভেরিফিকেশন।

মানিবুকারস এ লগ ইন করলেই আপনারা 'MY ACCOUNT' ট্যাব এ redirected হবেন এরপর সেখানে চিত্রের চিহ্নিত জায়গায় 'Address' এর পাশে 'verify' করার অপশন দেখতে পাবেন। আমার একাঊন্ট ভেরিফাই কমপ্লিট তাই ভেরিফাইড লেখা দেখাচ্ছে। এখানে ভেরিফাই এ ক্লিক করলে একটা পেজ এ নিয়ে যাবে যেখানে আপনার এড্রেস এ ভেরিফিকেশন কোড পাঠানো কনফার্ম এর অপশন আসবে। কনফার্ম করলে আপনার হোম এড্রেসে ভেরিফিকেশন কোড পাঠানো হবে চিঠির মাধ্যমে। চিঠি আসতে ১৫ দিনের মত লাগে।

৩য় স্টেপ ব্যাঙ্ক একাঊন্ট অ্যাড। এর আগে যেই জাইগায় এড্রেস ভেরিফিকেশনের অপশন ছিল তার একটু নিচে ব্যাঙ্ক একাউন্ট অ্যাড এর অপশন পাবেন। 'Add' এ ক্লিক করলে একটা পেজ এ যাবে। যেখানে আপনার ব্যাঙ্কের 'Swift Code' অ্যাড করতে হবে। ডাচবাংলার 'Swift Code' হল 'DBBLBDDH'।

ব্রাক ব্যাঙ্কের 'Swift Code' হল 'BRAKBDDH'। আপনি আপনার ব্যাঙ্কে খোঁজ নিলে আপনার 'Swift Code' পেয়ে যাবেন। 'NEXT' এ ক্লিক করলে একাউন্ট নাম্বার Add পেজ এ যাবে। এখানে একাউন্ট নাম্বার ইনপুট দিবেন। এখানে কোন ডট(.) অথবা স্পেস ব্যবহার করা যাবে না।

একাউন্ট নাম্বার এ ডট(.) অথবা স্পেস থাকলে বাদ দিয়ে দিবেন এতে কোন ঝামেলা হবে না। ৪র্থ স্টেপঃ এবার কোন ফ্রিল্যান্সার ওয়েবসাইট থেকে ডলার আপনার মানিবুকারস একাউন্ট এ withdraw করুন। একাউন্ট এর নাম হবে আপনার ইমেইল এড্রেস। এড্রেস যেহেতু ভেরিফাইড না আপনি ১৫ডলার এর কম আপনার একাউন্ট এ পাঠাতে পারবেন। আপনি ১৪ ডলার আপনার ব্যাঙ্ক একাউন্টে তুলবেন।

এজন্য 'WITHDRAW' ট্যাব এ গিয়ে। আপনার ব্যাঙ্ক একাঊন্ট সিলেক্ট করুন আর ডলার এর পরিমান লিখুন। এরপর 'NEXT' এ ক্লিক করলে পরের পেজ এ যাবে এর পর পরের পেজ এর 'CONFIRM' এ ক্লিক করুন। ব্যাঙ্কে ডলার আসতে ৪-৫ দিন লাগবে। ডলার আসার পর ব্যাঙ্ক থেকে ২টি জিনিস সংগ্রহ করবেনঃ ১) এই ১৪ ডলার এর 'SWIFT Transaction Report' আর ২) গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।

৫ম স্টেপঃ এড্রেস ভেরিকশন কমপ্লিট করা হলে। একটি মেইল পাঠাবেন কাস্টমার কেয়ার এ। reciver address দিবেন আর সাবজেক্ট দিবেন 'Manual bank account verification'। মেইলে লিখবেন Dear Moneybookers, I have an active Skrill (Moneybookers) account and my bank account is not verified. I have successfully withdrawn money via bank transfer. Now I want to increase my outgoing transaction limit and make my bank account verified. But Bangladeshi bank does not allow uploading funds to Skrill (Moneybookers) account according to the Government rules. I have collected SWIFT transaction report and last six months bank statement report from my bank. I have attached scanned copy of SWIFT transaction report,last six months bank statement report and my national id card with this email . Please accept it. Thank you. Name………………………………..… Customer ID……………………….. Customer ID মানিবুকারস এ লগ ইন করলে একেবারে উপরে বামে লেখা পাবেন। Attachment লাগবেঃ ১. SWIFT Transaction report এর স্ক্যান করা কপি. 2. Bank statement এর স্ক্যান করা কপি. 3. International Passport এর স্ক্যান করা কপি (যদি থাকে) 4. Notional ID Card এর স্ক্যান করা কপি. আপনি ৫-৭ এর মধ্যে একটি রিপ্লাই পাবেন এবং আপনার ইনফরমেশন এ কোন ঝামেলা না থাকলে আপনার একাউইন্ট ভেরিফাই হবে।

ভেরিফাই এর পর আমার একাউন্ট এর পার ট্রাকজেকশন লিমিট হয়েছে ১২০০০ ডলার। সবচেয়ে বড় ব্যাপার হল এটার খরচ অনেক কম। ব্যাঙ্কে টাকা withdraw করলে প্রতি ট্রানজেকশনে খরচ আড়াই ডলার এর মত অন্য কোন খরচ নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.