আমাদের কথা খুঁজে নিন

   

দিনান্তের নারী

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

নিশ্চল দিনান্তে এক নারী কী এক তীক্ষ্ন আলোর ফলায় বিদীর্ণ করে বুক! আপাদমস্তক এক রক্তাক্ত ব্যানার তুলে প্রদীপ্ত পশ্চিমাকাশ যেন স্বাগত জানায়- আয় আয় হরিৎ পাখির বিনম্র পালক আয় আয় রক্তে ভেজা উঞ্চ-তীব্র হাত এ দেহের ভাঁজে ভাঁজে প্রথাসিদ্ধ ওম নিবি এ সুরের লয়ে লয়ে এক ধ্যানঋদ্ধ ঢেউ নিবি! নিশ্চল দিনান্তে এক নারী পাল তোলা নাও তার থৈ থৈ বুকের নদীতে দোল খায় মাধবী জ্যোৎস্নার লাজনম্র ঢেউ চোখের দৃষ্টিতে খেলা করে চাঁদের ছায়ায় রাতকে গচ্ছিত রেখে অসাড় দিনান্তে বেজে ওঠে বেদনার ললিত ক্যাসেট। কূলের সুউচ্চ টিলায় আরেকবার আছড়ে পড়ে ঢেউ- আয় আয় হরিৎ পাখির বিনম্র পালক আয় আয় স্বপ্ন-ধ্যান প্রদীপ্ত পৌরুষ এ বুকের ঢেউয়ে ঢেউয়ে যূথবদ্ধ লয় নিবি আয় সুঠাম দু'হাত আয় আয় একটিবার আয়রে আয়! প্রকাশ: দৈনিক ইত্তেফাক, শ্রাবণ 28, 1393

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।