কানে কম শুনি, আবার কন
আইবিএ'র ছেলেমেয়েরা এই কৌতুক নিয়া হাসাহাসি করে।
একটা বন্ধ রুমে 100 টা ইট সাজায়া রাখলেন। ওই রুমে একটা জানলা আছে। এখন 3 জনরে ওই রুমে পাঠায়া রুম বন্ধ কইরা দিলেন। 6 ঘন্টা তাদের একা থাকতে দিলেন।
আইয়া যদি দেখেন --->>> এই ডিপার্টমেন্টে পাঠায়া দেন
তারা ইট গুনতাছে --- > অডিটিং।
ইট ছ্যাড়াবেড়া কইয়া ফেলছে --- > ইনজিনিয়ারিং।
সব ইট নতুন অর্ডারে সাজায় রাখছে --- > প্ল্যানিং।
নিজেদের মধ্যে ইটাইটি করতেছে --- > অপারেশনস।
ঘুমাইতেছে --- > সিকিউরিটি।
ইট ভাইঙা টুকরা টুকরা করছে --- > ইনফরমেশন টেকনলজি।
চুপচাপ বইসা আছে --- > হিউম্যান রিসোর্স।
যদি বলে, তারা নানাভাবে সাজানোর কথা ভাবছে, কিন্তু সাজায় নাই --- > সেলস।
যদি সারাদিনই ভাবে --- > মার্কেটিং।
জানলা দিয়া বাইরে তাকায় থাকে --- > স্ট্রাটেজিক প্ল্যানিং।
আর যদি দেখেন তারা শুধু কথাই বলতেছে, ইট ইটের জায়গাতেই আছে, তাদের টপ ম্যানেজমেন্টে রাখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।