আমাদের কথা খুঁজে নিন

   

কে কোন ডিপার্টমেন্ট

কানে কম শুনি, আবার কন

আইবিএ'র ছেলেমেয়েরা এই কৌতুক নিয়া হাসাহাসি করে। একটা বন্ধ রুমে 100 টা ইট সাজায়া রাখলেন। ওই রুমে একটা জানলা আছে। এখন 3 জনরে ওই রুমে পাঠায়া রুম বন্ধ কইরা দিলেন। 6 ঘন্টা তাদের একা থাকতে দিলেন।

আইয়া যদি দেখেন --->>> এই ডিপার্টমেন্টে পাঠায়া দেন তারা ইট গুনতাছে --- > অডিটিং। ইট ছ্যাড়াবেড়া কইয়া ফেলছে --- > ইনজিনিয়ারিং। সব ইট নতুন অর্ডারে সাজায় রাখছে --- > প্ল্যানিং। নিজেদের মধ্যে ইটাইটি করতেছে --- > অপারেশনস। ঘুমাইতেছে --- > সিকিউরিটি।

ইট ভাইঙা টুকরা টুকরা করছে --- > ইনফরমেশন টেকনলজি। চুপচাপ বইসা আছে --- > হিউম্যান রিসোর্স। যদি বলে, তারা নানাভাবে সাজানোর কথা ভাবছে, কিন্তু সাজায় নাই --- > সেলস। যদি সারাদিনই ভাবে --- > মার্কেটিং। জানলা দিয়া বাইরে তাকায় থাকে --- > স্ট্রাটেজিক প্ল্যানিং।

আর যদি দেখেন তারা শুধু কথাই বলতেছে, ইট ইটের জায়গাতেই আছে, তাদের টপ ম্যানেজমেন্টে রাখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.