আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট কার্ডে অনলাইনে কেনাকাটার অনুমোদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ক্রেডিট কার্ডে অনলাইনে কেনাকাটার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক। `অনলাইন পেমেন্টে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার` শিরোনামের এ পরিপত্রে বলা হয়, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা অনলাইনে কেনাকাটার জন্য তাদের অব্যবহৃত আন্তর্জাতিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। তবে তা বছরে এক হাজার ডলারের বেশি হতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এ পরিপত্রে বলা হয়, অনলাইনে কেনাকাটায় প্রতি একক লেনদেনে সর্বোচ্চ একশ ডলার খরচ করা যাবে। সফটওয়্যার, ই-বুক ইত্যাদি কেনাকাটায় অনলাইনে লেনদেন করা যাবে। তবে `অবিশ্বস্ত` বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা যেন কোনো `ঝুঁকি` না নেয় সে বিষয়েও সতর্ক করা হয়েছে। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।