আমাদের কথা খুঁজে নিন

   

আলিঙ্গনে এসো, বৃষ্টির ছাদে দাঁড়িয়ে পূর্ণিমা দেখি!

পরিবর্তনের জন্য লেখালেখি

ভুল বুঝো না ,প্রিয়ম, আমায়! আমায় তুমি ভেবো না বিভ্রান্ত! কে দিয়েছে দিব্যি মাথার বিলাস না এলে? পাঁচতারা হোটেলের রঙিন পানীয় আমাকে যতটা দেয় উত্তেজনা তার চেয়ে অনেক বেশি আমি রোমাঞ্চিত তোমার চোখের একটু পরশ পেলে! আমাকে তুমি নিয়ে চলো কাঞ্চন নদীর তীর তোমার আলিঙ্গনে আমি খুঁজি না সমৃদ্ধির তিলোত্তমা বহুতল , লোভাতুর নগরীর। আমি খুঁজি সোঁদা মাটির কোমল ভালবাসা একসাথে উড়বো বলা , একটু খানি আশা! এসকাডা আর জাডোরের গন্ধে আমার স্নায়ুরা পায় না প্রাণ বরং আমাকে দাও তোমার পতিত বীজতলা স্বেদ বিন্দুরা করুক সাহারা , সুজলা, আমি কৃষি করি, নেই ধানের সুঘ্রান! আমাকে একটা পূর্ণিমা দিও , তোমার মেরুন আকাশে, দারুন আদর মাখা ন গ্নতায় ঢেকে দিও , তৃষিত উচ্ছ্বাসে ! আমাকে রাজধানীর দমবন্ধ প্রাচুর্য টানে না আমাকে দিও স্বপ্ন পুরীর আনাড়ি সুবাস রামসাগরে পা ডোবানোর বৈতালী নির্যাস! আমার উথাল, পাথাল কষ্টের দিনে ,তুমি থেকো জড়িয়ে স্থির হাতে হাত রেখে দেখতে দিও কান্তজীর মন্দির ! মহাকালের পাখা যখন নিরব সমাহিত, ফোটা ফোটা আকাশ পীযূষ ঝরছে রাতের বুকে তোমার অধর আমার ঠোটে রেখো সমর্পিত!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।