আমাদের কথা খুঁজে নিন

   

তোমার পায়ের ছাপচিত্র

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

ত্রিবি দস্তিদার (প্রিয় কবিতা) তোমার পা দু'টো দিয়ে আমার বুকের ওপর ছাপ দিতে চাই ভালোবাসার এ সীলমোহর নিয়ে আমি পৃথিবী পরিভ্রমন করবো। তোমার তাজমহল-পায়ের ছাপচিত্র এবার হবে আমার পায়ে চলার গাইড আমার নিবেদনের ঘাম হবে তোমার যমুনা এসবই আমার একান্ত মানচিত্রের রঙ তার বাতিঘর হবে তুমি। সৌন্দর্যের অনাড়ম্বর পা দু'খানি আমাকে আকুল করে প্রতি নিয়ত আমি অগ্রযাত্রার কথা ভাবলে তোমাকে ভাবি। দার্জিলিং কিংবা শিলং পাহাড়ে তোমার হাইহিল পা মচকে গেলে আমি ব্যন্ডেজ হই যে কখনোই ছুঁতে পারিনা দেখিনা যার পূর্ণঙ্গ রুপ এবার নীল স্পর্শে বুক ধরে নিই তার সম্পূর্ণ অবয়ব। তোমার পা দু'টো আমার এপোড়া বুকে ছাপ দাও ভালোবাসর এ সীলমোহর নিয়ে এবার তোমাকে পরিভ্রমন করবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.