আমাদের কথা খুঁজে নিন

   

তোমার ভালবাসা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

[রং=#ঈঈ9966][আন্ডার][ইটালিক]মামুন ম. আজিজ//2006[/ইটালিক][/আন্ডার][/রং] [রং=#006699]তোমার ভালবাসা পেলে কবিতার আকাশে জমত মেঘ, ঝরত কাগজের জমিনে কত ছন্দের বৃষ্টি। তোমার ভালবাসা পেলে শান্ত ভোরের সবুজ শষ্পে শিশিরের ফোঁটায় মুক্তো খুঁজে পেত দৃষ্টি। [/রং] [রং=#999900]তোমার ভালবাসা পেলে নীল সমুদ্রের ডিন্ডির শোভিত উত্তাল ঢেউ হাসতে হাসতে লুটাত পায়। তোমার ভালবাসা পেলে দেখতে পেতাম হলদে পাখীর ঘন হলুদ আভা সবুজ গাছের পাতায় পাতায়। [/রং] [রং=#336699]তোমার ভালবাসা পেলে কাদা মেখে পায়ে উড়িয়ে ধূলো মেঠো পথ ভেঙ্গে চলে যেতাম সূর্যডোবা সীমান্তে।

তোমার ভালবাসা পেলে ভয়কে বন্ধু করে বানাতাম কনক কুটির উঁচু বৃক্ষের নির্জন শাখায় বন বনান্তে। [/রং] [রং=#996699]তোমার ভালবাসা পেলে পূর্ণিমা রাতে জ্যোৎস্না আলোয় ভেজাতাম আপন দেহা শুয়ে নদীর বালু চরে। তোমার ভালবাসা পেলে বিলের ধারের নিরালা পথে হাঁটতাম আমি অভয়ে গহন অমাবশ্যা কুহোরে। [/রং] [রং=#0033ঋঋ]তোমার ভালবাসা পেলে হৃদয়ে তোমার ছড়াতে মকরন্দ মধুমক্ষীর ডানায় উড়ে ডিঙ্গিয়ে পাহাড় যেতাম বহুদূর। তোমার ভালবাসা পেলে কবিতা আর স্বপ্ন জুড়ে মৃদুল তরঙ্গের মূর্ছনায় মন ভোলাত বাঁশীর মধুর সুর।

[/রং] [রং=ৎবফ]তোমার ভালবাসা পাইনি কবিতার আকাশে বিনা মেঘে তাই বৃষ্টি ঝরে, কান্নার জল মিশে একাকার ভোরের শষ্প শিশিরে। [/রং] [রং=#339966]তোমার ভালবাসা পাইনি নীল সাগরে তাই ঢেউ এর বিষাদে মৃত্যুর হাতছানি, সবুজ গাছের পাতায় পাতায় কোন পাখীর দেখা মেলেনি। [/রং] [রং=#ঋঋ6666]তোমার ভালবাসা পাইনি কাদা ধূলোয় পায়ে তাই কষ্টের অনুভব সূর্যডোবা সীমানায়। বনের গহীনে কুিটরের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে আছে ভাবনায়। [/রং] [রং=#669999]তোমার ভালবাসা পাইনি পূর্ণিমার আলো তাই গুমরে কাঁদে চারদেয়ালের বাইরে বিলের ধারে আঁধার ফুড়ে অমাবশ্যায় হাঁটার সাহস নাইরে।

[/রং] [রং=#663300]তোমার ভালবাসা পাইনি হৃদয়ের কুহরে কুহরে তাই কালকুট চাক বাঁধে কষ্টের বিষ পতঙ্গ, কবিতায় আর স্বপ্নের মাঝে শুষ্ক বিরহের সুর বাজায় পাষাণ মৃদঙ্গ। [/রং] [আন্ডার]16/06/07[/আন্ডার]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.