আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতারের বেড়া

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

মন থেকে দেহ না দেহ থেকেই মন বুঝতে না বুঝতেই সীমান্তে হঠাৎ কাঁটাতারের বেড়াটা যায় উঠে। আঁকড়ে রাখতে চাই তাকে রক্তাক্ত শরীর, ক্লান্ত পা সরে না ক্ষয়ে ক্ষয়ে হয়ে যাই হলদে পাণ্ডুর। পাহাড়ের পাদদেশে স্রোতস্বিনী নদী পথচলা আটকাতে পারেনি কখনো পাথুরে ঢলেও বাস্তুভিটা ছিলো পাকাপোক্ত দারুণ ঝড়েও লড়েছি দু'জন একসাথে অকালের অমানিশায় দেখেছি পূর্ণিমার আলো। সীমানা যখন রাজ্যপাট, শ্রেণীবৈষম্যের ভার বাড়ছে কাঁটাতারের বেড়া অলিতে গলিতে গিলছে হৃদয়, ভাঙছে বাঁধন দেহমনে ভিঙাতে গেলেই রক্তাক্ত শরীর স্থির ভালোবাসা হয়ে যায় হলদে পাণ্ডুর তুমি আমি হয়ে যাই দূর বহুদূর! 21.06.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.