আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শমসের আলী (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমাবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে । নিহত শমসের আলী উপজেলার শিরন্টি ইউনিয়নের শীতলডাঙ্গা গ্রামের এমাজ উদ্দীন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে শমসের আলী ও তার ছোট ভাই জমশের আলীসহ বেশ কয়েকজন সুন্দরইল সীমান্তের (মেইন পিলার নং-২৪৮) এলাকা দিয়ে গরু আনতে যান। এ সময় কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শমসের আলী মারা যান।

এরপর ভারতের কান্দবাটী বিএসএফ ও মালদহ জেলার তপন থানা পুলিশ নিহতের লাশ কাটাতারের বেড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে বিজিবি সুন্দরইল বিজিবি ক্যাম্প কর্মকর্তাকে জানানো হয়।

এ বিষয়ে দুপুরে পত্নীতলা ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ার হোসেন জানান, নিহত শমসের আলীর লাশ ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাছে চিঠি পাঠানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.