আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ : সালজবুর্গের মেঘ বলেছে 'যাবো যাবো'

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই', সাগর বলে 'কুল মিলেছে - আমি তো আর নাই'\ দু:খ বলে 'রইনু চুপে, তাঁহার পায়ের চিহ্নরূপে' আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই'\ ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা' গগন বলে, তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'। প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে', মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই'\ জানতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের লেখা, খুউউউব প্রিয় এই গানটার দর্শন বা অর্থটা কার কাছে কিভাবে ধরা দেয়? ছবি তোলা সালজবুর্গ, অস্ট্রিয়া থেকে। 6ই জুন, 2006।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।