আমাদের কথা খুঁজে নিন

   

স্টেডিয়াম কথা কয়



খালি স্টেডিয়ামে প্রবেশ করেছেন কখনো? একবার চেষ্টা করুন। মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ান। কানটা খোলা রাখুন। প্রথমে মনে হবে খালি স্টেডিয়ামের মতো নির্জন জায়গা আর হতে পারে না। পর মুহূর্তে মনে হবে, স্টেডিয়ামতো আসলে ঝরণার মতো ঝরঝর করে কথা বলে।

ইংল্যান্ডের ওয়েম্বলিতে গেলে শুনবেন, 1966 বিশ্বকাপ জয়ের পর ইংলিশদের সেই কানফাটা উল্লাস। আরেকটু খেয়াল করলে শুনতে পাবেন, একই স্টেডিয়াম থেকে ইংলিশদের বিলাপও ভেসে আসছে। বিলাপটা একই মাঠে 1953 সালে হাঙ্গেরির কাছে হারের নিদারুণ মর্মজ্বালা! মন্টেভিডিওর সেঞ্চেনারিও স্টেডিয়াম উরুগুয়ের বিশ্বকাপ জয়ের নস্টালজিয়া ছড়াচ্ছে। একই কায়দায় মারকানা স্টেডিয়াম থেকে 1950 বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের হারের নাড়িছেঁড়া আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ছে। বার্সেলোনার নু্য ক্যাম্পের খিলানগুলো ক্যাটালানদের গৌরবগাঁথা বলছে।

আবার সৌদি আরবের কিং ফাহদ স্টেডিয়ামে মার্বেল পাথর আর স্বর্ণের ভিআইপি বক্সের সন্ধান পেলেও বিশ্বকাপ জয়ের উন্মাদনা ওখানে খুঁজে পাবেন না। বিশ্বকাপ নিয়ে চেপ্টা হয়ে যাচ্ছি। সামান্য সময় পেলাম। ওটাই কাজে লাগালাম। সবাই ভালো থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.