আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ে ক্ষেত

আমার ব্যক্তিগত ব্লগ

বেশ কয়েকটা পাহাড় বেয়ে উঠলাম আর নামলাম। গন্তব্যে যাওয়ার জন্য। এক সময় পৌছলাম রাবার বাগানে। পাহাড়ের গা দিয়ে, উপরে রাবার গাছ। পাহাড়ের উপরটা আবার চেছে ফেলা হয়েছে।

সেখানে এক জায়গায় দেখলাম আনারসের চাষ করা হয়েছে। একটা ঝুপরি আছে, সেখানে শ্রমিকরা বসে, পাহারাদাররা রাতে থাকে। পাহারি এই আনারস ক্ষেতে অনেক সময় জংলী হাতি চলে আসে। মামা বললেন, এই আনারস খুব মিস্টি হয় আর এর রসও অনেক বেশি। বাগানের লোকজন হাতি আসলে বলে মামু আসছে (সুন্দর বনের বাঘকেও তো ঐ এলাকার লোকজন মামা বলে!!)।

নাম বলতে ভয় পায়। একজন বলল রাতে তার ঘুম ভেংগে গিয়েছিল ঘস ঘস শব্দে। তারপর বুঝতে পারলো বিশাল এক হাতি তার ঝুপরিতে গা ঘসছে। সে চুপ করে বসে রইলো, তারপর হাতি গা ঘসে চলে গেল। আরেকবার হাতি চলে যাবার পর পায়ের ছাপ দেখে সবার তো মাথা খারাপ হবার যোগার, মনে হয় আস্ত একটা ড্রাম বসানো হয়েছিল।

না জানি হাতি কতো বড় ছিল। একদিন নাকি কি কারনে রাগ করে যত সারের বস্তা ছিল সব ছিড়ে সব সার সারা পাহাড়ে ছড়িয়েছে। কি যেন হয়ে গেল। শুরু করলাম ক্ষেত নিয়ে হয়ে গেল হাতির গল্প। যাই হোক বান্দরবনের গল্প হলেই হলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।