আমাদের কথা খুঁজে নিন

   

................মানব সৃষ্টির লুকানো তথ্য ..................



কোনো এক পরবাসী করছে বিলাপ রচনা। মানব আকৃতির বানর নাকি মনুষ্য জন্মদাতা। ওরা বধির, খেয়াল করে না অধির। সুনীল কাজল মাখা সুন্দরবন কিংবা বান্দরবনে আছে লক্ষাধিক বৃক্ষ-ছাগলের পাল। আজও শুনি নি তপস্যার দানে পেয়েছে মানব জনম কোনো বানর পণ্ডিত।

নয়তোবা বাক্যলাপ করেছে মনুষ্য কণ্ঠবীণার অবিকল। ওরা ক্ষিণচোখী অদৃশ্য কল্পনা ঠাই দিয়ছে আপন মনে । বলে আমরা মহান চির কল্যাণকর। নীর্বোধ গুলো তপস্যার গুনে কোনো জন্মান্তরে পেয়েছে মানব জন্ম। আহ্ কি সৌভাগ্য বন-বানর পেয়েছে সভ্যতার ছোয়া।

মানুষের ছলে ঘুম-নিদ্রা-আহার, কেবলই পরবাসী। কি চক্র খেলা খেলেছেন বানর বিজ্ঞানী! মানুষকে করেছে বানর, কিছু খোকা বুঝে নিয়েছে অনর। অনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।