আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনা-২ আসনে সোবহানকে প্রতীক বরাদ্দের নি

বরগুনা-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সোবহানের প্রার্থিতা বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও আইন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে সোবহানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম সবুর টুলুর মৃত্যুতে বরগুনা-২ আসন শূন্য হয়ে যায়।

পরে ওই আসনে ৩ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আবদুস সোবহান মনোনয়নপত্র জমা দিলে ৭ সেপ্টেম্বর তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ করা হয়। এর বিরুদ্ধে আবদুস সোবহান ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.