আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ডায়ানা

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন ও মিডিয়া ম্যানেজার মেজবাহ উদ্দীন আহমেদ গ্লিটজকে বলেন, “সিনেমাটি যুক্তরাজ্যে মুক্তি পায় ২০ সেপ্টেম্বর। আর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১ নভেম্বর। এর আগে দর্শকদের চাহিদা বিবেচনা করে আমরা সিনেমাটি ঢাকায় মুক্তি দিচ্ছি। ২৭ সেপ্টেম্বর থেকে সিনেমাটি প্রদর্শিত হবে সিনেপ্লেক্সে। ”
মেজবাহ আরও বলেন, “দেশের প্রথম মাল্টিপ্লেক্স এই সিনেমা হলের এমন প্রয়াস সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বিশেষ সমাদৃত হয়েছে।

কারণ এর আগেও বেশ কয়েকটি সুপারহিট ছবি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে মুক্তির পরপরই নিয়ে এসেছি  আমরা। ”
বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সিনেমাটি সম্পর্কে জানা গেছে, বিশ্বব্যাপী আলোচিত প্রিন্সেসের জীবনের ওঠাপড়া, ভাঙাগড়া নিয়ে চলচ্চিত্রটি নির্মিত। চিকিৎসক হাসনাত খানের সঙ্গে ডায়ানার ঘনিষ্ঠতা পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।
এদিকে, সিনেমাটিতে ‘নিষ্ঠুর মিথ্যাচার’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন হাসনাত খান। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানানো হয়।

এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই কাহিনি ডাহা মিথ্যা।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।