আমাদের কথা খুঁজে নিন

   

অঘটনের শিকার চেলসি

সেইন্ট জেমস পার্কে শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণাত্মক ফুটবলের সামনে তেমন সুবিধা করে উঠতে পারেনি চেলসি। বিরতির পরও স্ট্যামফোর্ড ব্রিজের দলটির ফরোয়ার্ডদের আটকে রাখেন নিউক্যাসলের ডিফেন্ডাররা। এরই মাঝে ৬৮ মিনিটের সময় এগিয়ে যায় নিউক্যাসল। ফরাসী মিডফিল্ডার ইয়োয়ো ক্যাবের দারুণ এক ফ্রি-কিক থেকে হেড করে লক্ষ্যভেদ করেন ফ্রান্সেরই স্ট্রাইকার ইয়োয়ান গুফ্রন। পাঁচ মিনিট পর পেনাল্টি পেতে পারতো অতিথিরা।

কিন্তু ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল এতোর আলতো শট বক্সের ভেতরে থাকা ফরাসী ডিফেন্ডার মাপু ইয়াঙ্গা-এমবিওয়ার হাতে লাগলেও তা রেফারির চোখ এড়িয়ে যায়। ৮৬ মিনিটে আবার চেলসির জন্য হতাশা। বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তারা সমতায় ফিরতে পারেনি। এর তিন মিনিট পরই নিউক্যাসলের জয় নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় গোলটিও এক ফরাসীর।

নেদারল্যান্ডসের মিডফিল্ডার ভার্নন আনিটার ক্রস থেকে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করেন ফরোয়ার্ড লোইক রেমি। ১০ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ২০ পয়েন্ট। সমান ম্যাচে নিউক্যাসলের পয়েন্ট ১৪।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।