আমাদের কথা খুঁজে নিন

   

বেশরম টিম কামাসূত্রায়

'সিনেমার প্রচারে ভারত চষে বেড়াবেন বেশরম' সিনেটিম। তবে সিনেমা কর্তৃপক্ষ পাটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

পাটনাকে বেছে নেওয়ার কারণ মূলত ঐতিহাসিক প্রেক্ষাপট। ভারতের বিখ্যাত পণ্ডিত রিশি ভাতসিয়ায়্যান এ পাটনায় বসেই নাকি বিখ্যাত কামসূত্রা গ্রন্থটি রচনা করেন। বেশরম সিনেটিমের একজন জানিয়েছেন, পুরো টিম পাটনায় ভ্রমণের জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা শুনেছি বিখ্যাত কামসূত্রা নাকি এখানেই লেখা হয়েছে। আমরা ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে চাই।

যদিও ভারতকে অনেকেই কামাসূত্রার ভূমি বলে জানে। তবে খুব কম মানুষই জানেন, কামাসূত্রা গ্রন্থটি বিহারে লেখা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।