আমাদের কথা খুঁজে নিন

   

২৭ হজযাত্রীর টাকা নিয়ে উধাও

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হজে পাঠানোর কথা বলে ২৭ জনের কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন শাহজাহান আলী নামের এক প্রতারক। হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় নাচোল থানায় জিডি করা হয়েছে। জানা গেছে, নাচোল, গোমস্তাপুর ও পাশর্্ববর্তী নওগাঁ জেলার ২৭ জন লোক এবার হজে যাওয়ার জন্য নাচোলের মাক্তাপুরের মাওলানা শাহজাহান আলীর কাছে তিন লাখ টাকা করে জমা দেন। ভুক্তভোগীরা জানান, প্রথমে শাহজাহান হজ যাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পাসপোর্ট তৈরি করে দেন এবং মানুষের আস্থা তৈরির জন্য নাচোলে ভাড়াবাসায় অফিস খুলে বসেন। তিনি হজে যেতে অগ্রহীদের ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএম ভবনের দ্বিতীয় তলায় 'নীড় ট্রাভেলস'-এর মাধ্যমে সৌদি পাঠানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রায় এক মাস আগে শাহজাহান ঢাকায় গিয়ে হজ যাত্রীদের সঙ্গে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেন। এতে সন্দেহ হলে শাহজাহানের বিরুদ্ধে জিডি করেন ভুক্তভোগীরা। হজ যাত্রী সাইদুর রহমান জানান, '২৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের সৌদি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহজাহান। নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও তার কোনো খবর না পেয়ে আমাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে যোগাযোগের জন্য শাহজাহানের মোবাইলে (০১৭৩৩৫৩৪৯০৩) বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.