আমাদের কথা খুঁজে নিন

   

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১১৪৮টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এক হাজার ১৪৮টি ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছে।

শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেওয়া হয় প্রকল্পটিকে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

অনুমোদিত ‘কনস্ট্রাকশন অব ক্লিনারস্‌ কলোনি অব ঢাকা সিটি কর্পোরেশন’ প্রকল্পের আওতায় ১৩টি দশ তলা ভবনের প্রতিটিতে ৪৭২ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করা হবে। ১৩টি ভবনের মধ্যে ৫টি ধলপুরে, ৫টি দয়াগঞ্জে এবং ৩টি সূত্রাপুরে নির্মিত হবে।

এতে ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি টাকা।

ইতিপূর্বে ২০০৫ সালে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। কিন্তু ২০০৭ সালের মে মাসে প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ভবন ধসে পড়লে ওই প্রকল্প বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বুয়েটের একটি কমিটি ওই ভবন নির্মাণে ত্রুটি ছিলো বলে মতামত দেয়। একই সাথে আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পটি বন্ধ রাখার সুপারিশ করে।

এ ক্ষেত্রে সরকারের ব্যয়িত সাড়ে ১২ কোটি টাকা অপচয় হয়েছে বলেও আইএমইডি উল্লেখ করে। বর্তমানে প্রস্তাবিত প্রকল্পটির ভবনসমূহ পূর্বের স্থানেই নির্মাণ করা হবে। ২০১৭ সালের জুন মাস নাগাদ এ প্রকল্প শেষ হওয়ার কথা

সভায় উপকূলীয় অঞ্চলের বাঁধসমূহ সংস্কার ও উন্নয়ন এবং পোল্ডারসমূহের অভ্যন্তরীণ নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ‘কোস্টাল এমব্যাংকমেন্ট ইম্প্রুভমেন্ট (ফেইজ-১)’ নামের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তিন হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলার ১৬টি উপজেলায় বাস্তবায়িত হবে। প্রকল্প ব্যয়ের পুরোটাই বিশ্বব্যাংকের ঋণ (৩০৭৫ কোটি টাকা) ও অনুদান (২০৫ কোটি টাকা) হিসেবে পাওয়া যাবে।

অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক এর অন্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.